আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে সহজে ছবি যোগ করার বাইপাস/ভিন্ন উপায়।১০০% কার্যকরী

আমি দেখতে চাই,আমি জানতে চাই.. এই জগতটাকে
সামুতে লেখার মাঝে ছবি যোগ করা একটু ঝামেলার কাজ। নেটের স্পীড কম থাকায় অনেক সময়ই ছবি আপলোড হতে চায় না। একসাথে অনেক ছবি আপলোডও করা যায় না। আমরা একটু কৌশলী হলে এটা খুব সহজেই করতে পারি। আমরা যারা ফ্লিকর/ফেইসবুক ব্যবহার করি,তারা সবাই জানি যে ওখানে একসাথে অনেক ছবি আপলোড করা যায়।

সামুতে যে ছবি গুলো আমরা দিতে চাই। তা দিনের যে কোন সময়- আমরা ফ্লিকর/ফেইসবুকে আপ্লোড করতে পারি। ওখানে আমরা ছবি গুলো হাইডও করতে পারি। ঐ ছবির মাঝ হতে যে ছবি আমরা সামুতে দিতে চাই- তার উপর রাইট ক্লিক করে,কপি ইমেজ লোকেশনে লেফট ক্লিক করে,বিষয় বস্তুর নিচে লেখায় ছবি যোগ করুন এ এ ক্লিক করে, url টা দিন। যোগ হয়ে গেল আপনার ছবি।

সামুতে যে পদ্ধতিতে বর্তমানে ছবি আপলোড হয়, আশাকরি আপনি আমার এই পাদ্ধতিতে ৭৫% সময় বাচাতে পারবেন। ভাইয়ারা , আমাকে আবার জাকারিয়া স্যার বানাবেন না দয়া করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।