আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপ্পি বার্থডে টু মাই দুলাভাই(!) জিকসেস।

Http://www.somewhereinblog.net/blog/razybd

১। জিকসেস। ব্লগের পরিচিত মুখ। আমার সাথে পরিচয় অবশ্য অনেক আগে থেকেই। ফেসবুকের বদৌলতে।

বেচারা এখনো বিবাহ করেন নাই। তারপরেও কিভাবে আমার দুলাভাই হলেন একটু বলি। এক বছর আগের কথা। জিকসেস ভাইরে দেখতাম ফেসবুকে উদাস উদাস স্ট্যাটাস দিচ্ছেন। মন খারাপ, একলা একলা লাগে, come feel me, let me feel you. এইসব হাবি জাবি।

বুঝলাম হবু দুলাভাইয়ের মন "কি জানি কিসেরও লাগি করে হায় হায়। " এবার বলি আমার এক আফামনির কথা। উনিও ফেসবুকে মন উদাস উদাস স্ট্যাটাস দিতেন। উদাস ভঙ্গিতে কথা টথা বলতেন। উনার এই উদাস উদাস ভাব দেখে একদিন তাকে ব্লগে নিয়ে আসলাম।

একাউন্ট খুললাম। ঐ দিকে জিকো ভাইরেও আমি আমার পোস্টের লিংক দিতাম। তিনি পড়তেন। পরোক্ষভাবে তাকেও ব্লগে আনার মুল কৃতিত্ত্বটা আমার। (ভাবের ইমো) যাই হোক, আমার আফামনি আর জিকো ভাইয়ের পরিচয় ঘটলো ব্লগে।

তারপর তারা আবিস্কার করলেন যে তারা একে অপরের প্রতিবেশি। তারপরের কাহীনি অনেকটা বাংলা সিনেমার মতো। আপনারা সবাই যেটার সাথে কম বেশী পরিচিত। যাই হোক , ঘটক হিসেবে আমি সফলই ধরা যায়। মাঝে মাঝে জিকো ভাইয়ের কথা ভেবে আমার মনটা বেশ খারাপ হয়।

কারনটা বলছি। আমার একটা পোস্ট ছিলো #] মেয়ে পটানোর সহজ উপায়। । ঐখানে আমার আফামনি বলেছিলেন যে তার হাসবেন্ডকে রেগুলার মাইর খাওয়ার অভ্যাস থাকতে হবে। মশারি টাঙ্গিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি সব পুরুষ অবমাননামূলক ব্যাপার স্যাপার।

খারাপ লাগে এই ভেবে যে জিকো ভাইয়েরও মাইর খাওয়ার অভ্যাস করতে হবে। আহারে জিকো ভাই! চিন্তা করবেন না। জগতের নিয়ম বড়ই কঠিন। জানেনই তো! কুল্লু নাফসিন যা-ই কাতুল মউতের অর্থ হলো সকল পুরুষকেই বিবাহ করতে হয়। ২।

এসেছিলাম বার্থডে পোস্ট দিতে। এখন দেখি হয়ে যাচ্ছে শালা দুলাভাই পোস্ট। এমনিতেই শুনতেছি জিকো ভাইয়ের মনটন ভালো নাই। কে জানে এই পচানী পোস্ট দেখে রাগ টাগ করেন কিনা। উনি রাগ করলেও আমার কিছু যায় আসে না।

ভয় আমার আফামনিরে নিয়া। জিকো ভাইরে অবমাননার শাস্থি আমাকে আফামনি দেয় কি না এইটা নিয়া টেনশনে আছি। ৩। জিকো ভাইয়ের রেলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনে আমি বৈপ্লবিক ভুমিকা রেখেছি। সেই হিসাবে তার কাছে আমার বহুত জিনিষ পত্র পাওনা আছে।

অনেক গুলা বই। অনেক গুলা সিডি। কিন্তু আমারে আর উনি এই গুলা পাঠান না। আফসুস। জাতি মহান ব্যাক্তিদের মহান কাজের প্রতিদান দিতে জানে না।

৪। আজকে জিকো ভাইয়ের বার্থডে। বার্থডেতে কিছু উইশ টুইশ করতে হয়। তাই করছি। জিকো ভাই, বেচে থাকুন অনেক দিন।

জীবনে সফল হোন। জীবনে সুখি হোন। সুখের মুহূর্ত গুলো বার বার ফিরে আসুক। আল্লাহপাক আপনাকে আমার ব্লগে যাওয়ার তৌফিক দান করুন। ৫।

জন্মদিন উপলক্ষে এত্তো বড় পোস্ট দিলাম। তাই জিকো ভাই আজকে আমার মোবাইলে ১০০ টাকা ফ্লেক্সিলোড করবেন বলেছেন। যদি না করেন তাহলে পোস্ট দিয়ে পুরা ব্লগ বাসীকে জানানো হবে। সাথে থাকবে আরো অনেক গোপন তথ্য। বিদ্দায় জোকো ভাই।

ভাল্লো থাকুন। happy birthday again. ইতি আপনার Brother In law আলিম আল রাজি। (১০০ টাকা মনে কইরা পাঠাইয়্যেন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.