আমাদের কথা খুঁজে নিন

   

ফাহিমের ধন্যবাদ ও জামিল সাহেবের কারাতে প্র্যাকটিস

.এইটাও জানিনা !

রাত সাড়ে তিনটা। জামিল সাহেবের টেলিফোন বাজছে। অতি কষ্টে চোখ ডলতে ডলতে জামিল সাহেব ফোন ধরলেন, ‘হ্যালো....’ ‘হ্যালো, জামিল সাহেব বলছেন?’ ‘জ্বি, বলছি। ’ ‘স্যার, আপনি আমাকে চিনবেন না। আমার নাম ফাহিম মাহবুব রাফাত।

আমি আজ সকালে আপনার দোকান থেকে একটা চেয়ার কিনেছিলাম। ’ ‘তা এখন আপনার সমস্যা কি? রাত সাড়ে তিনটার সময় ফোন করে আপনি চেয়ারের কথা বলছেন কেন?’ ‘না...মানে, আসলে স্যার কোন সমস্যা নেই। মানে স্যার আপনার চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। তাই ভাবলাম ধন্যবাদ না দিলে আপনাকে মূল্যায়ন করা হয়না...’ ‘ফাজলামো করছেন? রাত তিনটার সময় আপনি আমাকে ঘুম থেকে তুলে আপনি আমার মূল্যায়ন করছেন? আপনি একটা.....’ ‘স্যার প্লিজ! উত্তেজিত হবেননা। আপনি বলেছিলেন এই চেয়ারে বসলে নাকি আর উঠতে ইচ্ছা হবেনা।

একদম সত্যি কথা। আমি সেই সন্ধ্যাবেলা এই চেয়ারে বসেছি। আমার স্যার ঘুমের খুব সমস্যা। সহজে ঘুম আসেনা। কিন্তু স্যার আমি অবাক হয়ে দেখলাম আপনার চেয়ারে বসামাত্র আমার ঘুম চলে এল।

সেই সন্ধ্যাবেলা চেয়ারে বসে ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠলাম। উঠে ভাবলাম আপনাকে একটা ধন্যবাদ না দিলে আপনার প্রতি অন্যায় করা হবে। ’ ‘ঠিক আছে...আরে আপনাদের আরামই-তো আমাদের কাম্য। ’ ‘স্যার, আপনার যদি কোন উপকারে লাগি, দয়া করে আমাকে বলবেন।

এখন ভাবছি প্রতি রাতে যখনই আমার ঘুম ভাঙবে, আপনাকে ফোন করে ধন্যবাদ জানাবো। ’ ‘না না ধন্যবাদ দিতে হবেনা। তবে আপনি আরেকদিন আমার দোকানে আসতে পারবেন?’ ‘জ্বি স্যার, অবশ্যই পারব। কবে আসতে হবে?’ ‘আগামীকাল আসতে পারবেন?’ ‘জ্বি স্যার, পারব। ’ ‘তাহলে একটু সকাল সকাল চলে আসবেন, নইলে আবার কাস্টমারদের ভীড় শুরু হয়ে যায়।

’ ‘আমি আপনার দোকান খোলার আগেই চলে আসব। ’ ‘তাহলেতো খুবই ভালো হয়। ’ ‘স্যার, ঠিক কি কারণে আসতে হবে যদি একটু বলতেন তাহরে প্রিপারেশন নিয়ে আসতাম। ’ ‘না না, আপনাকে প্রিপারেশন নিতে হবেনা, যা করার আমিই করব। আপনি শুধু সকাল সকাল চলে আসবেন।

’ ‘না মানে স্যার যদি একটু ধারণা দিতেন তাহলে একটু মানসিক প্রস্তুতি থাকত। ’ ‘তেমন কিছুনা। কারাতে শিখছি তো...আপনার উপর একটু প্র্যাকটিস করতাম আরকি !!’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।