আমাদের কথা খুঁজে নিন

   

=*=শাহজাদীর ভালবাসা=*=(কবিতা লিখেছি না অন্য কিছু লিখেছি জানিনা,,,)

গান শুনতে ভাল লাগে,,,,মুভি দেখতে ভাল লাগে,,,,বই পড়তে ভাল লাগে,,,,সবাইকে ভালবাসি,,,,নিজেকেও ভালোবাসি,,,

=*=শাহজাদীর ভালবাসা=*= এই চার দেয়ালের মাঝে প্রাণ আছে, ভাবিনি আগে,কখনো ভাবিনি। সাত সাগরের জলে সুখের এতো ঢেউ হবে, না-গো-না বুঝিনি আগে,বুঝিনি। তুমি শত জনমের স্বপ্ন হলে,হলে মনের রানী। তুমি শত কোটি পৃথিবী সম বিশুদ্ধ মুক্তো-মণি। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, মনে পড়ে সে গান, সে রাখি বন্ধন।

শিউলি গাছের ছায়ায় আয়ত-নয়না তুমি, স্বপ্নের জাল বুনেছিলে,তুমি সুশোভন। হাতে-পায়ে আজ লোহার শিকল পড়ানো, তবু আমার হৃদয় শিকল তোমাতে জড়ানো। শাহজাদী তোমায় ভালবেসেছি, তাই ওরা আমাকে রাজদ্রোহি বলে। রাজবন্দী করে রেখেছে কবেই, বন্দী হয়েছি ভালবাসার ফলে। কুয়াশায় ঢাকা নগরীতে আলো ঝলমলে যে জীবন, বেঁধে রাখে তাঁর মাংস-পিন্ড শুধু,বাঁধতে পারেনা মন।

আমার জন্য শুনেছি রণরঙ্গিনী হয়েছ, এজীবনে আমার আর কিইবা চাইবার আছে? আমি ফাসির মঞ্চে দাড়ায়ে চিৎকারে বলবো, "ওরে এজীবনে মাধবীলতা ফুটেনি মিছে"। মরণেও আমার জয় হবে,তোমার ভালবাসা দেয় প্রেরণা, ওপারে যে হবে আমার হৃদয় রানী,আমার সুরাঙ্গনা। .................০৯/০৯/২০০৭ ইং *বানান খুব বেশি করেই ভুল হয়, বানান ভুল হয় এই ভয়ে কিছুই লেখা হয়না,,,ভুল বানানে লিখা কবিতা (!) পড়তে সবার অসুবিধা হবে,,,ক্ষমা চেয়ে নিচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।