আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা কিছু সিরিয়াল কিলার মুভি+দুই লাইনের শর্ট রিভিউ+ডাউনলোড লিংক

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

এই পোষ্টটা অনেক দিন ধরে দেবো দেবো করে দিতে পারি নাই। ব্যস্ততা জীবনকে এমন ভাবে বেধে ফেলে যে তখন কিছুই করার থাকে না। সিরিয়াল কিলার প্লাস সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নিয়ে আমার আকর্ষন দুর্নিবার। আর তারই পটভূমিতে আমার দেখা কিছু মুভির নাম,শর্ট রিভিউ,ডাউনলোড লিংক দিলাম।

1. Memories of Murder (2003) IMDb rating: 8.1/10 এটি একটি কোরিয়ান মুভি। যার অরজিনাল নাম Salinui Chueok। আমার দেখা অসাধারণ মুভি গুলোর মধ্য অন্যতম। এতে কমেডি,ইমোশন,সাসপেন্স সবই আছে। আর এই মুভির কাহিনী একটি সত্য ঘটনার উপর তৈরী করা।

দুজন পুলিস অফিসারের একজন সিরিয়াল কিলারকে ধরার গল্প…যেখানে কিলার মেয়েদের ধর্ষন করে হত্যা করে। কোন ক্লু থাকে না হত্যাকারীর,আর এই রকম হত্যা চলতে থাকে একটি নিদিষ্ট সময় অন্তর অন্তর। সেই সময়কে অতিক্রম করাতে পারার/না পারার গল্পই এই খানে। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক: 2. Zodiac (2007) IMDb rating: 7.8/10 এটিও একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরী। ১৯৬০ সালে আমেরিকাতে এই নামে এক কিলারের উদ্ভব ঘটে।

পুলিশের কাছে কোন ক্লু থাকে না। কিলার কিল করে একটি পত্রিকা অফিসে খুনের বিবরণ দিয়ে অদ্ভুত এক চিঠি লিখে। সারা পরে যায় সব জায়গায়…আর এই মুভিতে একজন সহজ মানুষ কতটা অসাধারণ হয়ে উঠতে পারে তা দেখা যায়। ডাউনলোড লিংক টরেন্ট: 3. Se7en (1995) IMDb rating: 8.7/10 এটিও একটি অসাধারণ মুভি। অনেকেই হয়তো দেখেছেন।

একজন রাগী বদমেজাজী আর রিটায়ার্ড হতে যাওয়া পুলিস অফিসারের আর অদ্ভুত কিছু উপায়ে খুন করা এক সিরিয়াল কিলারের গল্প। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 4. Man bites Dogs (1995) IMDb rating: 7.6/10 এটি একটি ফ্রেঞ্চ মুভি। আঁটসাট মুভি থেকে এর মুভি মেকিং একদমই আলাদা। আমার দেখা অসাধারণ মুভি গুলোর মধ্যে এটি অন্যতম। এইখানে এক সিরিয়াল কিলারের কিলিং মিশন ও ঐ সময়ে তার মনে কি চলতে থাকে তার এক অপূর্ব সমন্বয় দেখানো হয়।

ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 5. Samay (2003) এই মুভিটা Seven এর অনেকটা ছায়া অবলম্বনে তৈরী। ইন্ডিয়ান মুভি,অনেকেই হয়তো দেখেছেন। এই খানে এক চৌকশ পুলিশ অফিসারকে প্রতিনিয়ত চ্যলেঞ্জ এ ফেলে দেয় এক সিরিয়াল কিলার। ডাউনলোড লিংক: 6. From Hell (2001) IMDb rating: 6.9/10 এটার গল্পটা একটি উপন্যাস থেকে নেওয়া হলে ও এর অনেক কিছুই 1960 সালে লন্ডনে ঘটে যাওয়া এক সিয়াল কিলার কে কেন্দ্র করে। বাস্তবে যাকে পুলিশ কখনো ধরতে পারেনি।

এটি আমার দেখা অন্যতম ভালো মুভি কারণ এর উপন্যাস টা আগে পড়া ছিল তাই। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 7. The Alphabet Killer (2008) IMDb rating: 5.4/10 এটি ও একটি সত্য ঘটনা কে কেন্দ্র করে তৈরী। ১৯৭১-১৯৭৩ এ নিউইয়র্ক এ ঘটে যাওয়া হত্যাকান্ড এর মূল পটভূমি। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 8. Perfume: Story of a Murderer (2006) IMDb rating: 7.5/10 এ মুভির নাম শোনে নি এমন মানুষ অনেক কম আছেন। এটা একটা জার্মান মুভি।

এটাকে ঠিক সিরিয়াল কিলার না বলে থ্রিলার মুভি বলা যেতে পারে। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 9. Henry: Portrait of a Serial Killer (1986) IMDb rating: 7.2/10 এটিও একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরী। আর যাকে কেন্দ্র করে তৈরী তার নাম হচ্ছে Henry Lee Lucas। বলতে গেলে মানসিক শান্তির জন্য মানুষ মারা এক কিলারের জীবনকাহিনী এটি। ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 10. To catch a killer (1992) IMDb rating: 7.5/10 এটি একটি টেলিভিশন বেইসড মুভি সিরিজ,এবং এটি তৈরী একটি সত্র ঘটনাকে কেন্দ্র করে।

এক টিনএজারের অপহরণ কে কেন্দ্র করে ঘটে যায় অজানা কিছু হত্যাকান্ড। অনেকটা এই থিমের উপরই দাঁড়িয়ে এই মুভিটি। ডাউনলোড লিংক টরেন্ট : 11. Monster (2003) IMDb rating: 7.4/10 এটি একটি বায়োগ্রাফিক্যাল থ্রিলার মুভি,আর সেই সাথে সিরিয়াল কিলিং এর ছোঁয়া। চারলিজ থেরন এর অসাধারণ অভিনয় মনকে আকর্ষন করে। এটি ও সত্য ঘটনাকে কেন্দ্রকে তৈরী।

ডাউনলোড লিংক টরেন্ট : স্ট্যাজভূ্ লিংক : 12. The Chaser (2008) IMDb rating: 7.9/10 এটি একটি কোরিয়ান মুভি। অনেকটাই থ্রিলার টাইপের। অজানা কারণে হত্যা করে মানুষকে এক কিলার। আর তাকে ধরতে যায় এক যৌন কর্মীর দালাল! একটু অবাক হওয়ার মত কিছু আছে এতে। ডাউনলোড লিংক টরেন্ট : এই টাইপের মুভি আরো কারো থাকলে নাম সহ ডাউনলোড লিংকু দেন।

আশা করি পরে আরেকটা পর্ব লিখবো। আর ব্লগের মুভি গুরুরা রিভিউ দিলে তো কথা ই নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.