আমাদের কথা খুঁজে নিন

   

ঝুমার অপহরণ নাকি বিয়ে

মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ঝুমাকে নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার ঝড় বইছে। ঝুমাকে অপহরণ করা হয়েছে নাকি সে স্বেচ্ছায় চলে গেছে এটা এখন রীতিমতো রহস্য হয়ে দাঁড়িয়েছে।

বলা হচ্ছে গত ২৩ জুলাই নরসিংদীর নিজ গ্রাম থেকে প্রেমিক ইসরাফিলের কাছে চলে যান ঝুমা। কিন্তু ঝুমার মায়ের অভিযোগ তার মেয়েকে অপহরণ করেছেন ইসরাফিল।

নরসিংদীর শিশুশিল্পী মেরিডিয়ান 'ক্ষুদে গানরাজ' খ্যাত ঝুমাকে অপহরণের ১৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

রবিবার ঝুমার মা জেসমিন বেগম নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক অভিযোগের শুনানি শেষে অভিযোগটিকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য নরসিংদী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় ঝুমা দ্বিতীয়স্থান অধিকার করায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। সে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, লন্ডনসহ বিভিন্ন কনসার্টে অংশ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া বর্তমান বাজারে তার একক গানের ৬টি এ্যালবাম রয়েছে।

ঝুমা সাভারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গেলে সেখানে ইসরাফিল নামে এক যুবকের সাথে তার পরিচয় ঘটে। এই পরিচয় সূত্রেই ইসরাফিল ঝুমাদের ঢাকাস্থ বসুন্ধরার বাসায় আসা-যাওয়া করতেন।

সম্প্রতি ইস্রাফিলের ব্যক্তিগত চলাফেরা, আচার-আচরণে কিছুটা অসঙ্গতি পরিলক্ষিত হলে ঝুমার মা ঝুমাকে ইসরাফিলের সঙ্গে কোথাও কোনো অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। এতে ইসরাফিলের সঙ্গে ঝুমার মা ও তার পরিবারের মনোমালিন্য ঘটে। এ অবস্থায় ঝুমা এবং তার পরিবারের সদস্যরা বসুন্ধরার বাসা ছেড়ে নরসিংদী শহরের বাসাইলের একটি ভাড়া বাসায় চলে যায়।

এরপর গত ২৩ জুলাই ঝুমা শিবপুরে তার গ্রামের বাড়ীতে যাবার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নরসিংদীর জেলখানামোড়ে পোঁছলে ইসরাফিল একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থলে গিয়ে ঝুমার গতিরোধ করেন এবং ঝুমাকে ঢাকায় একটি বিশেষ প্রোগ্রামের কথা বলে প্রলুব্ধ করে তাকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর থেকে ঝুমার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মা জেসমিন বেগম মোবাইল ফোনে ঝুমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইসরাফিলের মোবাইলে ফোন দিলে ইসরাফিল দাবি করেন ঝুমা এখন তার 'বিবাহিতা স্ত্রী'! তারা এখন স্বামী-স্ত্রী হিসেবে ঘরসংসার করছেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঝুমার মাকে হত্যা করা হবে।

শুধু তাই নয় ঝুমার মামা দুলাল মিয়ারও একই পরিণতি ঘটবে।

এ ব্যাপারে নরসিংদী সদর থানার ওসি আসাদোজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আমি এখনো আদেশনামা পাইনি। আদেশনামা পাবার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।