আমাদের কথা খুঁজে নিন

   

এবার ফুটবলে শাহরুখ

ক্রিকেটের পর এবার ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চাইছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে ২০১৪তে অনুষ্ঠিতব্য নতুন একটি ফুটবল লিগের তালিকাভুক্ত একটি ক্লাবের মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছেন তিনি। সেক্ষেত্রে কলকাতা ফুটবল ক্লাবের নামও বলেছেন শাহরুখ।
আইএমজি রিলায়েন্স গ্রæপের উদ্যোগে এবার ভারতীয় ফুটবলের দৃশ্যপটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই চিন্তা থেকে আইপিএল-এর মতো ফুটবল প্রিমিয়ার লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা।

দশটি ফুটবল ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনের ফুটবলারদের নিয়ে ওই টুর্নামেন্টটি শুরু হবে ২০১৪ সালের জানুয়ারিতে। শুরুতে তালিকাভুক্ত গোয়ার ফুটবল ক্লাব ‘ডেম্পো’র মালিকানা কিনতে চাইলেও এখন কলকাতা ফুটবল ক্লাবের দিকেই নজর দিয়েছেন শাহরুখ।
“আমার প্রাথমিক পরিকল্পনা ছিল ডেম্পোর আংশিক মালিকানা কেনা। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন এই টুর্নামেন্টের সিদ্ধান্ত হওয়ায় আমি একটি দলের পুরো মালিকানা কেনার কথাই ভাবছি। এক্ষেত্রে কলকাতা ফুটবল ক্লাবই আমার প্রথম পছন্দ।

” ভারতীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন শাহরুখ।
দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, মুম্বাই, কোচি, চেন্নাই, হায়াদ্রাবাদ, গোয়া এবং গুয়াহাটি- মোট দশটি ফ্র্যাঞ্চাইজির দশ সপ্তাহের ওই টুনামেন্টে খেলার কথা রয়েছে ১৭৬ জন আন্তর্জাতিক ফুটবলারের। সেপ্টেম্বরে শুরু হবে দল গোছানোর নিলাম। এর মাধ্যমে টুর্নামেন্টটিতে ডেভিড বেকহাম, থিয়েরি অঁরি, মাইকেল ওয়েনের মতো ফুটবলতারকার অংশগ্রহণের কথা চিন্তা করছে এআইএফএফ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.