আমাদের কথা খুঁজে নিন

   

টংগী ভৈরব রেলওয়ে ডবল লাইন প্রকল্প(একটু আশার আলো)

বাংলাদেশ রেলওয়ের টংগী ভৈরব রেলওয়ে ডবল লাইন প্রকল্পের কাজ দ্রত গতিতে এগিয়ে চলেছে। জানা যায় প্রায় ৬৪ কি:মি: লাইনের কাজের খরচ পড়বে প্রায় ১৪০০কোটি। যা শেষ হবে ২০১৩ ডিসেম্বর নাগাদ। যা কিনা দেশের অন্যতম গুরূত্বপূর্ন বানিজ্যিক অঋল নরসিংদী,ভৈরব ও চট্রগামের বিভিন্ন বানিজ্যিক পন্য পরিবহনে গুরূত্বপূর্ন ভূমিক রাখবে।আর সবচাইতে বড় ভূমিকা রাখবে ঢাকাকে বিকেন্দ্রীকরন ও জনসংখ্যার চাপ থেকে মুক্ত করনে। কেননা কমিউটার ট্রেন চালুর মাধ্যমে ঢাকার নিকটবর্তী অঋল যেমনঃ-পূবাইল,আড়িখলা,ঘোড়াশাল, নরসিংদী এই অঋল গুলোতে উপশহর তৈরির মাধ্যমে ঢাকার চাপ কমানো সম্ভব। আশার আলো নয় কি।এতকিছুর পরও দেশ এগিয়ে দেখতে ভালই লাগে। প্রকল্পের কিছু ছবিbr />

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।