আমাদের কথা খুঁজে নিন

   

আগমনী গান

আহসান জামান

সন্ধ্যার ক্লান্তি জড়ানো বিষণ্নচোখে নিভু আলোর রেখায় বনপাড়ে ঘাসফুলে খুঁজে নিও এদেহ ভার। পাখির পালকে মুখগুজে বসে থাকা এক অনাদুরে কালের সমাপ্তি এলে ফুরিয়ে যাবে তার অনড়দৃষ্টি; বন্ধ করে দিও তার চোখ আলতো আঙ্গুলে ছুঁয়ে, মুছে দিও সমস্ত শ্লোগান আর মৃদবর্ষার জলে ধুয়ে নিও অলীক রক্তপাত। আমাদের সবকথা, এইসব বেদনার দাগ আর হাহাকার মিলে হোক তোমাদের গান, আগামীপথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।