আমাদের কথা খুঁজে নিন

   

চুটকী # ১ : নোয়াখাইল্লার কাছে আমি কিছু বেচি না

সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।
এক নোয়াখালীর লোক ইলেকট্রনিক্সের দোকানে গেল একটা টিভি কিনতে। একটা পছন্দ করে দোকানীকে জিজ্ঞেস করলো - "ভাই, এই টিভিটার দাম কতো?"। দোকানী বললো - "আমি কোনো নোয়াখাইল্লার কাছে কিছু বেচি না"। নোয়াখালীর লোক মন খারাপ করে চলে গেল।

আবার পর দিন আসলো কোট-প্যান্ট পড়ে। এবং প্রমিত বাংলায় দোকানী কে বললো "ভাই, এই টিভিটার দাম কতো?"। দোকানী যথারীতি বললো - "আমি কোনো নোয়াখাইল্লার কাছে কিছু বেচি না"। নোয়াখালীর লোকটা অপমানিত বোধ করে চলে গেল। কিন্তু তার জিদ চেপে গেল সে টিভিটা কিনেই ছাড়বে।

সে পরের দিন আসলো এ্যারাবিয়ান জুব্বা, রুমাল আর দাড়ি লাগিয়ে। এসে আরবীতে বললো, "ভাই, এই টিভিটার দাম কতো?" আর তার সাথের লোক বাংলায় অনুবাদ করে দোকানীকে বুঝিয়ে বললো। দোকানী ক্ষেপে গিয়ে বললো - "আপনি আবার এসেছেন? আপনাকে না বললাম আমি কোনো নোয়াখাইল্লার কাছে কিছু বেচি না"। নোয়াখালীর লোকটি কেদে দিয়ে বললো "ভাই আমি তো টাকা দিয়েই কিনবো তবে কেন আমাকে টিভি দেবেন না। আর কিভাবেই বা আজকে বুঝলেন যে আমার বাড়ি নোয়াখালী? "? দোকানী উত্তর দিলো - "নোয়াখাইল্লারা ওভেন রে টিভি কয়"।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।