আমাদের কথা খুঁজে নিন

   

....আসুন ফটোগ্রাফি শিখি .... নিজে নিজে ..... ২য় পর্ব ..

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..

আজ আপনাদের এমন কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপাতত কোন টাকা পয়সা ছাড়ায় আপনাকে ফটোগ্রাফি সম্পর্কে এমন কিছু জটিল ধারণা দেবেন যা আপনি হয়ত খুঁজে বেড়াচ্ছিলেন বা কারও কাছ থেকে জানার চেষ্টা করছিলেন ....... আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ....... আজ প্রথমেই ক্যানন ( EOS Digital Rebel ) এর যে কোন মডেলের ইউজারদের জন্য সামান্য একটু বটিকা দেব ...... যেখানে নতুন ইউজার্স দেখতে পাবেন কিভাবে ক্যামেরা প্যাকেট থেকে বের করার পরের করণীয় অংশ । এছাড়া এখানে সংক্ষিপ্ত অথচ কার্যকারী ধারণা পাবেন কয়েকটি বিষয়ের .... তাছাড়া পোট্রেট , ল্যান্ডস্কেপ , ম্যাক্র , ইত্যাদি কয়েকটি মুডে ছবি তোলার কৌশল । ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে ভুলবেন না । এখানে দেখুন ..... এখানে ঢুকে হাও টু লেখাটাতে ক্লিক করেন । তারপর যে বড় লেন্স দেখতে পাচ্ছেন তার চারপাশে মাউস ঘুরিয়ে দেখেন কি জিনিস লুকিয়ে আছে ..... এছাড়াও ক্যামেরার কিছু মুল্যবান সেটিংস বিষয়েও ধারণা পাবেন ...।

এবার সর্ব সাধারণের জন্য একজন বিশেষ ব্যাক্তির পরিচয় করিয়ে দেই । যার সাথে দেখা করে এবং তার এই পুরো সাম্রাজ্য ঘুরে আসলে আপনি খালি হাতে যে ফিরে আসবেন না তা আমি ৯৯% শিওর । তবে শুধু প্রথম পেজ দেখেই চলে আসলে কিন্তু বিরাট লস করবেন ... কারণ এখানে ফটোগ্রাফি সম্পর্কে যা আছে তা আমাদের জন্য সত্যিই অনেক এবার একটা স্কুলে যাবো ... এখানে ঢুকে স্কুল যেখানে লেখা ঠিক তার নিচে দেখবেন ফটোগ্রাফি লেসন লিখে ,, বিগেনার, ইন্টারমিডিয়েট , এডভান্স , এক্সপার্ট ,, বলে ৪টি অপশন আছে ....। এখন আপনারা যে যে লেবেল এ আছেন সেখানে ক্লিক করে টিউটরিয়াল ভিডিও গুলো দেখতে পারেন ... এবং পাশে দেওয়া হোমওয়ার্ক নামে যে পিডিএফ ফাইল গুলো আছে তা ঐ ভিডিও গুলোর সাথেই ডাউনলোড করে নিবেন ....। মিশেলের স্কুলে ভর্তি না হয়েও শিখতে পারবেন .. কেউ লিংক গুলার কার্যকারিতা পুরোপুরি না দেখে যদি মাইনাস দিয়ে যায় তাতে লেখকের কোন সমস্যা নেই ।

এই লিংক গুলো উপকারে আসবে বলেই লেখক সবার কল্যাণার্থে এখানে পোস্টের মাধ্যমে দিয়ে দিলো...... যারা ঐ লিংক গুলো থেকে কিছু খুজে পেতে ব্যার্থ হয়েছেন তাদের জন্য এইটা দিলাম .. এখানে একেবারে ফিডার খাওয়া সময় থেকে শুরু করে সব কিছুর ধারণা দেওয়া আছে ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।