আমাদের কথা খুঁজে নিন

   

এই নরপশুদের পাশবিক বর্বরতা আর কতদিন ???? আর কত প্রাণ সংহারে এর অবসান তা কেউ বলতে পারেনা

aurnabarc.wordpress.com

আইন কানুন আর গণ সচেতনতা যাই বলা হোক না কেন সবই চলছে আর তার সাথে সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নরপশুদের বর্বরতা। আর এর প্রতিকার কবে কিভাবে হবে তা কেউ বলতে পারে না। এই সব নরপশুদের লালসার শিকার হয়ে আবার ও জীবন দিতে হলৈ মুন্সীগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় সাত বছরের শিশু মনিরার। হতভাগা মনিরার প্রাইমারি স্কুলে পড়ার শখ ও পূরণ হলো না। মাত্র সাত বছরের জীবনের খাতায় সে ইতি টানতে বাধ্য হল এক নরপশুর হাতে চরম নির্যাতনের নরপশুর শিকার হয়ে।

তার জীবন দিতে হয়েছে তাকে আর পাওয়া গেছে শত নির্যাতনের প্রমান সহ তার ক্ষত বিক্ষত লাশ। । গতকাল বাড়ির অদূরে নালা থেকে ক্ষত-বিক্ষত মনিরার লাশটি উদ্ধার করেছে পুলিশ। পর্যবেক্ষন রিপোর্ট অনুযায়ী নিষ্পাপ শিশুটিকে পাশবিক উন্মত্ত্বতার শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

এছাড়া ঠোঁটের ডান পাশ ছিঁড়ে ফেলা হয়েছে। ধর্ষণ শেষে হত্যার শিকার হতভাগী মনিরার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হলে তার পরিবারের সদস্যদের আহাজারিতে উপস্থিত লোকজন চোখের পানি ধরে রাখতে পারেননি। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা থানার কলাগাছিয়া গ্রামের মান্নান শিকদার পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে মুন্সীগঞ্জের ফিরিঙ্গিবাজারে বোগদাদ অটোরাইস মিলে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বেশ কয়েক বছর মান্নান শিকদার এ এলাকায় ভাড়া থাকেন। বুধবার সন্ধ্যায় মনিরা পাশের বাসায় টিভি দেখার জন্য ঘর থেকে বের হয়।

রাতে মনিরা আর ফিরে না আসায় সারারাত খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। গতকাল স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মনিরার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মনিরার ভাই বিনোদপুর স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. সাইফুল ইসলাম জানায়, ছোট বোন মনিরা তার কাছে আদর্শলিপি বই পড়ে শেষ করেছে। আগামী বছর প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আনন্দে সে বিভোর থাকত; কিন্তু মানুষরূপী শয়তান সে আশা পূরণ হতে দিল না।

সে তার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। বার বার আশ্বাস পরে সন্দেহ মূলক গ্রেফতার আর জামিনে মুক্তি এই ভাবেই চলছে । তবে আর কতদিন চলবে। জাতি আজ এই নির্মম বর্বরতার অবসান চায় । অপরাধী যেই হোক না কেন তার চরম শাস্তি হ্ওয়া দরকার।

নয়তো বার বার এই অপকর্ম ঘটে চলেছে চলবে । আর হতভাগা মনিরাদের আত্নীয় স্বজন দের আহাজারি ধু ধু প্রান্তরে মিলিয়ে যেতে না যেতেই এহেন বর্বরতা আবার ঘটবে। বিস্তারিত দেখুন ... আমার দেশ। মোঃ আদনানা আরিফ সালিম অর্ণব ব্লগার ও প্রত্নতাত্ত্বিক গবেষক, প্রত্নতত্ত্ব বিভাগ জা,বি স্নাতক সম্মান তৃতীয় পর্ব, http://archaeologyofhumankind.blogspot.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।