আমাদের কথা খুঁজে নিন

   

অন্দরমহল

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

তোমার অন্দরে যতবার গিয়েছি ফিনফিনে পর্দার দেয়াল বাতাসে দুলে ওঠা হাসনাহেনা ঘ্রাণ ভিতরে কি ডাকছো তুমি! দ্বিধান্বিত আহ্বাণ!! পর্দা সরিয়ে আমি ভিতরে যাইনি চেয়েছিলাম বাঁধা সরিয়ে নাও তুমি আমাকে জড়িয়ে নাও তুমি ভালোবাসার শিশিরে ভিজিয়ে দাও তুমি আর তুমি চাইতে- কাজটা আমিই করি, দুরন্ত আবেগে দ্বিধার শিকল ভেঙ্গে ফেলি কিন্তু আমি করি নি.. তাই আজও তোমার অন্দরমহলে যাওয়া হয়নি সবকিছু শিখিয়ে-সবকিছু দেখিয়ে এখনো তুমি আমার অদেখা রমনী কতবার ব্লাকলেবেলে চুমু দিয়ে পকেট খালি করে করে এসেছি শাকুরা-রেড ড্রাগনে কখনো দারিদ্র্র দিনাতিপাত একবেলা খেয়ে-না খেয়ে আমি কবি, জীবন যোদ্ধা উল্টো পথের যাত্রী তোমার অন্দর আমাকে আটকাতে পারেনি ভালো থেকো শাহজাদী আমার কষ্টদেবী,না পাওয়া নারী আমার মায়ারাণী.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।