আমাদের কথা খুঁজে নিন

   

অ-সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামশ চাহিয়া ব্লগারদের প্রতি আবেদন জানাইলাম। আপনার মূল্যবান পরামর্শ দিয়ে উপকার করূন।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

ছোটভাইয়ের জন্য। খরচ করার সামর্থ কম। তাই নামিদামি অ-সরকারী ইউনি তে ভর্তি করাতে সমস্যা। তাই অনেক ঘুরে ঘুরে অবশেষে দেখলাম পিছনের সারির একটা অ-সরকারী ইউনি।

৪ লক্ষ ৬৭ হাজার টাকা বলে। ওয়েভার পাওয়া যাবে ৪ বছরে ৬৭ হাজারের মত। আবার আরেক হিসেবে দেখলাম দামি এবং নামী গুলোতে আর মাত্র ৭০-৮০ হাজার যোগ করলেই তাদের ওয়েভার দেয়ার পরে যে রেট থাকে, তার সমান হয়ে যায়। যেমন. সেই কমনামী অ-সরকারী ইউনিতে ৪ লক্ষ টাকা লাগবে। আর দামি এবং নামী কয়েকটাতে ৪ লক্ষ ৮০-৯০ হাজারে পড়া সম্ভব ( মূল টাকা ৫,৭০,০০০ +) ।

তার মানে ৬০-৭০ হাজার যোগ করলেই ভাল মানের এবং উল্লেখ যোগ্য অ-সরকারী ইউনিতে পড়া যায়। এটাই আমার সিদ্ধান্ত দিতে একটু সময় লাগাচ্ছে। সাবজেক্ট চয়েজ করা হয়েছে ইইই # কারণ ,নানাজনের পরামর্শ পেলাম যে, নিজের টাকা খরচ করেই যেহেতু পড়তে হবে, তাই ইইই-ই পড়া উচিত। তবে সিএসই -ও পছন্দে আছে। প্লীজ একটু পরামর্শ দেন।

( এটা আজ সকালে "রাগিব হাসান" ভাইকে উদ্দেশ্য করে লিখেছিলাম। পরবর্তিতে কারো কারো মনে আঘাত লেগেছে ভেবে ভাষা পরিবর্তন করে দিলাম। ) শুভ ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।