আমাদের কথা খুঁজে নিন

   

পেয়াজের ঝাঝে চোখ জ্বলে বনাম ম্যাঙ্গো পিপলদের দীর্ঘশ্বাস


সংসারের হ্যাপা সামলান এ ব্লগে কজন? আমি জানি অনেকেই। তাদের মধ্যে পেয়জজ কিনেছেন কি কেউ গত ক দিন? আমি নিশ্চিত কেনেননি। যদি কিনতেন তবে সামুতে এসে নিশ্চয়ই একটা লংকা কান্ড বাধিয়ে দিতেন। আমরা আর কি বা করতে পারি বলুন। প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি প্রভাবশালীদের কাছে, বেনিয়াদের কাছ থেকে।

ব্লগে এসে দু'চারটা গালি দিয়ে মনটা হালকা করছি। এছাড়া কিইবা করার আছে। যাই হোক যা বলছিলাম। দিন তিনেক আগে পেয়াজ কিনেছি ৪০ টাকা করে। কাল ১ কেজি পেয়াজ কিনে ৫০ টাকার নোট দিয়ে হাত বাড়িয়ে রইলাম বাকী টাকা নেবার জন্য।

দোকানী বল্লো- আরো ১৫ টাকা দ্যান। আমি তো থ, বলে কি! সে জানালো পেয়াজের দাম বেড়ে গেছে। এখন ৬৫ টাকা করে কেজি। আমি টাকা দিয়ে চলে এলাম। এই দুদিনের মধ্যে কি এমন হলো যে একলাফে পেয়াজের দাম ২৫ টাকা বেড়ে গেলো? খোজ লাগালাম এবং জানলাম, ভারত হঠাৎ করে পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে, তাই এ অবস্থা।

আমার আব্বাজান শুনে ভারতকে কষে দুটো গালি দিয়ে বক্তৃতা শুরু করতে যাচ্ছিলেন, আমি থামালাম। বললাম- আব্বাজান, থামেন। আগে আমার দুটো প্রশ্নের উত্তর দ্যান : - ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করেছে কবে? - কাল - এ পেয়াজ যদি রপ্তানী হতো আসতো কবে? - এট লিস্ট ২০ দিন পর। ব্যাস, এবার দেখেন। পেয়জের রপ্তানী বন্ধ হলো কাল, পেয়াজের সংকট আসতে আরো ২০-২৫ দিন বাকী কিন্ত আমাদের রক্তচোষা বেনিয়া ভাইয়েরা দাম বাড়িয়ে দিয়েছে ৬০%।

তাই আগে ওদেরকে কষে দুইটা গালি দ্যান, তারপর ভারতে গালি দিন। আগে নিজে ঠিক হই তারপর অন্যদের গালাগালি করি। আব্বাজান চুপ মেরে যান। বড় বড় কথা বল্লাম, ব্লগেও একটা জ্বালাময়ী লেখা লিখে ফেললাম। ফল কিছুই হবেনা, বিকেলে গিয়ে আবার ৭০ টাকা করে পেয়াজ কিনতে হবে।

আমাদের ম্যাংগো পিপলদের ক্ষমতাই বা আর কতটুক!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।