আমাদের কথা খুঁজে নিন

   

উদাস পথিক

মানুষ মানুষের জ্যন্য

উদাস পথিকের গল্প শোনাই পথে চলে সে হেটে ক্লান্তি এলে জিড়িয়ে নেয় তরু ছায়ার মাঠে ডাকলে কহ আচল মেঘের তলায় চোখ রাখা তার সমুখ পানে টলে না সে পিছু মায়ায়। নিশি কেটে ভাঙবে শিশির এই জীবনের ব্রত ঘাস সবুজে চেপে যাবে উদাস ব্যাথার ক্ষত তৃষ্ণা পেলে চুমুক দেবে পদ্ম পাতার শিশির ফোঁটায় ছোঁবেনা আর একটু থেমে জল পেয়ালা কারও হাতের বামাকুলের মোহ দ্যাঁখো দলছে সে তার পদতলায়। রোদের সাথে পাতে আড়ি ঘাম ঝড়াতে পারবেনা তবু যদি ঝড়েই ভুলে করো হাত পাখা টানবেনা ঘামে ভিজবে তনু তাহার মন জুড়াবে হাটায় একলা মানুষ একলা সে যে নেইকো জোড়া বাঁধায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।