আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবতী ও একজন ফুটবলার....

হাউকাউ পার্টি

২৫ জুন, ২০০২ আজ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন, বিক্ষিপ্ত মন নিয়ে উঠে পড়েছি আরিচার বাসে; সাথে একটি মেয়ে অথবা নারী, আমার জীবনের প্রথম বন্ধুদের একজন.. সাম্প্রতিক সময়ের নিয়ন্ত্রনহীন মনজাগতিক অভিব্যাক্তিতে দু'জনেই অগোছালো। কি হবে আমাদের সিদ্ধান্ত? সমস্ত সংস্কার প্রতিবন্ধকতা সংশয় যেন আশার নৌকা, দুলছে অবিরাম; হ্যাঁ' অথবা না'র দোলাচালে। বাসে সারাপথ হাত ধরে চুপচাপ বসে আছে আমার অনেকদিনের বন্ধুটি, সরল চোখে অজানা অভিব্যাক্তি কেমন যেন অচেনা লাগছে আজ ওকে। হয়তো আজকের অবস্থানগত কারণেই ওকে নতুন করে দেখছি, স্পর্শের অনুভব হচ্ছে অন্যরকম। মনের ভাবনাগুলো দ্রুত ডালপালা ছড়াচ্ছে আবার মিশে যাচ্ছে একাকার হয়ে। তারপর................................. যমুনার চরে, নদী আর আকাশের বিশালতার মাঝে, হয়তো নিজেকে জয় করেই বলে ফেললাম বুকের সমস্ত নিশ্বাস নিয়ে বললাম, তুমি আর কারও নও আমারই হবে হে নারী; স্বার্থপরের মত কেবলই আমার। তুমি শুধু আমারই মায়াবতী। তোমাকে অর্জনের জন্য আজ থেকে আমার নতুন যুদ্ধ। নতুন অনুপ্রেরণা তোমার হাত ধরে। .........................................................মায়াবতীকে প্রাক্তন ফুটবলার তারপর....................... সহপাঠী...> একাডেমিক প্রতিদ্বন্দী......> ব্ন্ধু........> সহযাত্রী.......>এখন সহকর্মীও এভাবে এক সাথেই হেটে যেতে চাই আর অনেক বছর.......আজীবন......নতুন যদি কোন জনম থাকে, সেই জনেমও.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।