আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদ থেকে এয়ারটেল সাংস্কৃতিক আগ্রাসনেরও হাতবদল

কিছু কিছু কষ্ট ছাড়া জীবনের সবটুকুই সুখ। এটা উপভোগ করতে শিখতে হয়। সাদামাটা, বন্ধুবৎসল এবং অপূর্ণ অনেক স্বপ্ন নিয়ে...

ওয়ারিদ এখন এয়ারটেল। ওয়ারিদের জেম-জাহি প্যাকেজ যা মধ্যপ্রাচ্যের সংস্কৃতির প্রতিফলন তা এবার গঙ্গার জলে স্নান সেরে এল। সেই পবিত্র জল থেকে নিশ্চয় এবার হিন্দি বলিউড সংস্কৃতি এবার আমাদের আপ্যায়িত করবে!! ইতিমধ্যে এয়ারটেলের বিজ্ঞাপনে সাইফ-কারিনার সঙ্গে ডিনারের অফার পাওয়া গেছে।

সবে শুরু। ডিনার শেষে পার্টি..! না, তা উল্কেèখ নেই। তবে তাতে সমস্যাও নেই। বলিউড পাগল বাঙালির [অšøন্তত আর্মি স্টেডিয়ামের কীর্তি [!!] তা­ই প্রমাণ করে] বুঝি স্বপ্ন পূরণের পালা। যে দেশে বাংলাদেশের মত ছোট দেশের টিভি চ্যানেলের ™দ্দ্বার রুদ্ধ...সেই দেশের মজ-মাস্তিø সরাসরি আমাদের ধন্য করবে।

শাহরুখ-রানি- শেফালি জরিওয়ালা হয়ে সাইফ-কারিনা এরপর নিশ্চয় মহারানী ঐশ্বিরয়া আসবে। আমাদের পোশাকে-বেশ-ভূষায় চরে বেড়াবে তারা। গানে-নাচে- ডিজে পার্টিতে-আনন্দযজ্ঞে তারা মুখরিত করবে। যার বেগবান গতিতে ইতিমধ্যে অচ্ছন্ন আমরা। শাড়ি লেহেঙ্গা প্যান্ট শার্টে তাদের বাহারি নাম।

এবার এয়ারটেলের বাতাসে নিশ্চয় তার গতি আরও বাড়বে। বাঙালি জাতির এবার একটা কিছু হবেই..হবে !!!! এয়ারটেলের বাংলাদেশে কার্যক্রম শুরুর অনুমোদন প্রাপ্তির দুর্নীতি গাথা আর মন্ত্রী আমলাদের কারসাজি নাই বা বললাম!! আমরা এমনিতেই পরশ্রীকাতর। নিজের সুন্দরটা রেখে পরের অল্কপ্প সুন্দর নিয়েই মাতামাতি করি। এই যেমন আমাদের গ্রামের এক চাচা। প্রায় ৩৫ বছর আগের ঘটনা এটি।

তখন তিনি সদ্য বিয়ে করেছেন। গ্রামে তখন চাপকল ছিল না বললেই চলে। কয়েক মাইল পর হয়ত একটার দেখা মিলত। পুকুরের পানিই তাই ভরসা। তাও এই গরীব হা-ভাতের দেশে জনে জনে পুকুরও তো ছিল না।

একটা পাড়ায় [মহল্লা] হয়ত একটা পুকুরের দেখা মিলত। তো প্রকৃতিতে তখন সাজের মায়া। পুব আকাশে লোহিত রঙ। দহৃর থেকে কলসি কাখে নিয়ে আসছেন এক গৃহবধহৃ। চাচা কয়েকজন বল্পব্দুর সঙ্গে রাস্টøায় দাঁড়িয়ে।

অ¯ক্স®দ্ব নারীর দেহের ভাজ ইঙ্গিত করে তিনি বল্পব্দুদের বললেন, দেহিছির, মাল একখান আসতিছিরে..! এত সুন্দর জিনিসটা কিডারে...’। নারীটি আস্টেø আস্টেø ¯ক্স®দ্ব হয়ে ওঠে, তখন চাচার অবস্ট’া আর নাই বা বললাম। তবে বল্পব্দুদের কল্যাণে ওই ঔতিহাসিক ঘটনাটি আমাদেরও আজ জানা। পরশ্রী কাতরতায় নিজস্ট^তা বিলীনে দারুন ভূমিকা রাখবে নিঃসন্দেহে!!! জয়তু এয়ারটেল !! জুগ জুগ জিইয়ো..!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।