আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টসে আবারো আগুন! আমাদের পোষাক শিল্প ধ্বংসের দ্বারপ্রন্তে?

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
হা-মীম গার্মেন্টসের আগুনের বিভিষিকা থামতে না থামতেই আবারো গত রাতে আশুলিয়ার ফোম কারখানায় আগুন লাগে। আগুন নিভাতে গিয়ে আহত হয় ১০ জন। এদিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর একে খান জুটমিলে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিন ঘণ্টাব্যাপী আগুনে মিলটির পাট, পাটজাত তৈরি পণ্য এবং মেশিনারী পার্টস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা ইসমাইল জানান, সকাল পৌনে ৬টার দিকে একে খান জুট মিলে আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ এবং ডক ফায়ার স্টেশনের দুই ইউনিটের ৪টি গাড়ি গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এবছর পোষাক শিল্পে যে ধরনের ঘটনা চলছে তাতে আমাদের দেশে আয়ের অন্যতম মাধ্যম পোষাক শিল্পের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে বেতন কাঠামো নিয়ে আন্দোলন ও দমন-পীড়ন অস্থির করে তুলেছে ‍পোষাক শিল্প। এতে সরকার, গার্মেন্টস মালিক, বিজিএমই কারোই ফলপ্রসূ নয়। অন্যদিকে একের পর এক আগুন আমাদের পোষাক শিল্পকে আতংকিত করছে।

এই ঘটনা কি আমাদের পোষাক শিল্প ধ্বংসের কোন চক্রান্ত নয় তো?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.