আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান)

ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"
নির্যাতন, অসাম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাঙালির দীর্ঘ প্রতিবাদী ইতিহাসের শুরু থেকেই গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান প্রতিবাদের ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জাতীয় জীবনের সব আন্দোলন-সংগ্রামেদেশাত্মবোধক গান সব অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়ে বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছে। সে কথা বিবেচনায় রেখে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র ১০ ডিসেম্বর শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজন করে ‘জাগরণের গান-২’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশের প্রতি ও দেশাত্মবোধক গানের প্রতি ভালোবাসা আর সম্মান জানাতে এ অনুষ্ঠানের ছিল মানুষের ঢল। সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।

উদ্যানজুড়ে ছড়িয়ে ছিলেন দর্শক। যে যার মতো করে অনুষ্ঠান দেখছিলেন। মঞ্চে একের পর এক চলছিল দলীয় গান, আবৃত্তি এবং নাচ। উদ্যানজুড়ে ঘুরে বেড়ানো আর মজার মজার খাবারের ফাঁকে সবার মনোযোগ ছিল মঞ্চের দিকে। সবার পোশাকেও ছিল অনেকটা উৎসবের আমেজ।

গত বছর প্রথমবারের মতো ৭১টি গণসঙ্গীত নিয়ে ‘জাগরণের গান’ নামের অ্যালবাম প্রকাশ করা হয়। সেটি দেশের সঙ্গীতানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। গণসঙ্গীতের প্রতি মানুষের এই বিপুল আগ্রহের কারণে দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করা হলো। অ্যালবামটি ছয়টি ডিস্কে বিভক্ত করে ১০১টি গান যুক্ত করা হয়েছে। এখানে ছয়টি ডিস্কের (mp3 -128kbps) আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক দেয়া হল।

ফাইল গুলো zipped করা আছে, ডাউনলোডের পর winrar অথবা winzip দিয়ে আনজিপ করে নিতে হবে। (সবগুলোই MediaFire লিঙ্ক এবং রিজিউমেবল) জাগরণের গান-২: ডিস্ক ০১ জাগরণের গান-২ : ডিস্ক ০২ জাগরণের গান-২ : ডিস্ক ০৩ জাগরণের গান-২ : ডিস্ক ০৪ জাগরণের গান-২ : ডিস্ক ০৫ জাগরণের গান-২ : ডিস্ক ০৬ সম্পূর্ণ কালেকশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যারা কিনতে চান তারা ডাউনলোড না করে কিনেই ফেলুন। (লিঙ্ক কাজ না করলে জানাবেন)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।