আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিক্সের জুলিয়ান আসাঞ্জ কারো কাছে দুশ্চিন্তার অন্য নাম



Click This Link উইকিলিক্স তথা জুলিয়ান আসাঞ্জ এর কথা ভাবলেই খুব ভাল লাগে। একজন ব্যাক্তি গোটা পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হতে পারে, পরাক্রমশালী দেশগুলোর ভয় ভীতিকে পরোয়া না করে নিজের ইচ্ছাশক্তিকে প্রবল থেকে প্রবলতর করে নিজের লক্ষকে প্রতিষ্ঠিত করতে এমন যুদ্ধা কে আছে.! জাতিগত সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে আসাঞ্জ-র ফাঁস করা তথ্য। পররাষ্ট্রনীতি সঠিক চর্চা হবে, রাষ্ট্রেয় সম্পর্কের ক্ষেত্রে সব রাষ্ট্রই আরো যত্নবান হবে। আসাঞ্জ বুঝিয়ে দিল যে কোন তথ্যই গোপন রাখাযায়না, যাবেওনা, আভ্যন্তরীন গোপন বিষয়গুলো অনেক দেশে একটি নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করার নীতিমালা রয়েছে। আন্তর্জাতিক সম্পকর্কের ক্ষেত্রেও এটি পজেটিভ ভূমিকা রাখতে পারে।

আসাঞ্জ একজন হ্যাকার হলেও বিশ্বের জন্য কল্যানকর উদাহরন সৃষ্টি হল, বিশ্বের টেকনুলজিতে সমৃদ্ধ দেশগুলোর আইটি এক্সপার্টরা নিজেদের নিরাপত্তা ত্রুটিগুলো বুঝতে পারল পাশাপাশি কুটনৈতিক সম্পর্কের আভ্যন্তরীন রুপ কি তাও বুঝাগেল। আসাঞ্জ কে গ্রেফতার করা নিয়ে যে জটিলতার সৃষ্টি হল তা থেকে আন্তর্জাতিক আইনের দুর্বলতাগুলোও বুঝাগেল। জাতীগত কুটনৈতীক সম্পর্ক যদিও একটু হুমকীর মুখে পরবে কিন্তু আসন্ন সময়ে আন্তর্জাতীক সম্পর্কের গভীরতা বাড়বে। উইকিলিক্স তথা জুলিয়ান আসাঞ্জ এর কথা ভাবলেই খুব ভাল লাগে। একজন ব্যাক্তি গোটা পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হতে পারে, পরাক্রমশালী দেশগুলোর ভয় ভীতিকে পরোয়া না করে নিজের ইচ্ছাশক্তিকে প্রবল থেকে প্রবলতর করে নিজের লক্ষকে প্রতিষ্ঠিত করতে এমন যুদ্ধা কে আছে.! জাতিগত সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে আসাঞ্জ-র ফাঁস করা তথ্য।

পররাষ্ট্রনীতি সঠিক চর্চা হবে, রাষ্ট্রেয় সম্পর্কের ক্ষেত্রে সব রাষ্ট্রই আরো যত্নবান হবে। আসাঞ্জ বুঝিয়ে দিল যে কোন তথ্যই গোপন রাখাযায়না, যাবেওনা, আভ্যন্তরীন গোপন বিষয়গুলো অনেক দেশে একটি নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করার নীতিমালা রয়েছে। আন্তর্জাতিক সম্পকর্কের ক্ষেত্রেও এটি পজেটিভ ভূমিকা রাখতে পারে। আসাঞ্জ একজন হ্যাকার হলেও বিশ্বের জন্য কল্যানকর উদাহরন সৃষ্টি হল, বিশ্বের টেকনুলজিতে সমৃদ্ধ দেশগুলোর আইটি এক্সপার্টরা নিজেদের নিরাপত্তা ত্রুটিগুলো বুঝতে পারল পাশাপাশি কুটনৈতিক সম্পর্কের আভ্যন্তরীন রুপ কি তাও বুঝাগেল। আসাঞ্জ কে গ্রেফতার করা নিয়ে যে জটিলতার সৃষ্টি হল তা থেকে আন্তর্জাতিক আইনের দুর্বলতাগুলোও বুঝাগেল।

জাতীগত কুটনৈতীক সম্পর্ক যদিও একটু হুমকীর মুখে পরবে কিন্তু আসন্ন সময়ে আন্তর্জাতীক সম্পর্কের গভীরতা বাড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।