আমাদের কথা খুঁজে নিন

   

জেবীন আপুর জন্মদিনে

আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

মেলা দিন সামহ্যোয়ারে লিখি না।

লেখার সময় পাই না। আর যাদের জন্য সামুতে আসতাম তারাও ব্লগে নাই। তাই আইসাও কোনো ফায়দা নাই। যাই হোক সাইবার ক্যাফেতে বসে লিখতেছি পোস্টটা একটাই কারনে যে জেবীন আপুর জন্মদিন উপলক্ষে। রাত ১২টার সময় জানানোর উপায় নাই।

১২ টা পর্যন্ত কোন সাইবার ক্যাফেই খোলা থাকে না। তাই এখনি পোস্টটা লিখতেছি। এই ব্লগের কারনে অনেককেই আমি চিনি। এই চেনা জানার ভেতরে কিছু লোক খুবই আপন তার ভেতর জেবীন আপু। তিনি মানুষ হিসাবেও যেমন দারুন তার লেখাও অসাধারন।

খুব বেশি না লিখলেও যা লিখেছেন এই ব্লগে তার প্রত্যেকটাই আমাকে মুগ্ধ করে। যেমন কিছু Click This Link Click This Link Click This Link জন্মদিনে অনেক শুভেচ্ছা। অনেক ভালো থাকেন আপু। মনের সব আশা পুরন হোক আগামী দিন গুলোতে। শুভকামনা সবসময়!ভালো থাকেন আপু!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.