আমাদের কথা খুঁজে নিন

   

আজমেরীর ‘টর্চার সেলে’ র‌্যাবের অভিযান

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে রক্তমাখা একটি জিনস প্যান্ট, দুটি লাঠি ও রক্তমাখা নাইলনের রশি উদ্ধার করা হয়। কার্যালয়টি স্থানীয়ভাবে ‘টর্চার সেল’ (নির্যাতনকেন্দ্র) হিসেবে পরিচিত।
গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত র‌্যাব শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরীর মালিকানাধীন ‘উইনার ফ্যাশন’-এ অভিযান চালায়। এ সময় তিনি সেখানে ছিলেন না।

জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে তাঁর দুই গাড়িচালক ও এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জমশের হোসেন (৩২), শিপন (২৮) ও শুক্কুর আলী। একই সময় ত্বকী হত্যার আরেক সন্দেহভাজন রাজীবের বাসায় র‌্যাব অভিযান চালায়। তাঁকেও বাসায় পাওয়া যায়নি। আজমেরী আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা।


নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তাঁর ছেলে হত্যার পর থেকে অভিযোগ করে আসছেন, আজমেরীর ওই কার্যালয়টি ‘টর্চার সেল’। এখানে তাঁর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীকে ধরে এনে এখানে নির্যাতন করে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হতো। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।