আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালির উপকারিতা



শিরোনাম দেখে চমকে গেলেন? আরে ভাই এই ব্লগে এসে দেখি শুধু গালাগালির ছড়াছড়ি..বিশেষ করে ধর্ম নিয়ে লিখা ব্লগগুলো যেন একেকটি গালি শিক্ষার প্রশিক্ষনকেন্দ্র। গালি দেয়ার মাঝে যে এত সৃজনশীলতা থাকতে পারে এই সব ব্লগে না এলে জানতামইনা। ধন্যবাদ,যারা কষ্ট করে অনেক গালি শিখালেন। ভাবলাম, গালির একটা স্কুল খুললে কেমন হয়?কিংবা এই বিষয়ে কোন প্রতিযোগিতা?তাহলে অনেক ব্লগার দেশের জন্য বিরল সম্মান বয়ে আনতে পারতেন। তবে কারো গালি ভাল লাগুক আর নাই লাগুক,এর কিন্তু অনেক গুন।

যেমন ১। গুরুজনেরা বলেন,ব্যবহারে বংশের পরিচয়। যারা গালি দেন আমরা খুব সহজে তাদের বংশ,রুচির সুন্দর পরিচয় পাই। জানেনতো এই বাজারে মানুষ চেনা বড় দায়। তারা নিজেরাই কত ভদ্রভাবে নিজেদের চিনিয়ে দেন।

২। আবার মনোবিজ্ঞানের ভাষায় মানুষের রাগ পুষে রাখতে নেই। গলাবাজ,গালিবাজেরা মন ভাল রাখেন গালি দিয়ে অন্যের উপর রাগ ঝেড়ে। তাহলে দেখেন যে দেয় তার ও লাভ,যে শুনে তারও। . কি?... ভাল বলছিনা?তবে চুপ কেন..দেন জোরে..তালিয়া


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।