আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী নাম-সংকীর্তন!!!!



মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন মন্ত্রী-সংসদ সদস্য,নেতাদের সৌজন্যে দেশে চলছে যুদ্ধাপরাধী যুদ্দাপরাধী নাম-সংকীর্তন। প্রতিদিনই এই ব্যপারে গনমাধ্যমের কাছে সরকারী নেতাদের বয়ান চলছেই। দেশে যেন আর কোনো সমস্যা নেই!! সব ব্যাপারেই শুধু যুদ্ধাপরাধীদেরকে টেনে এনে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকার আপ্রান চেস্টা চলছে। আর এর মাধ্যমে ৭১ সালের মানবতাবিরোধী অপরাধকে খেলো করে ফেলা হচ্ছে। অবস্থা এমন দাঁড়িযেছে যে আকাশে বাজ পড়লেও এখন তার জন্য যুদ্ধাপরাধীরা দায়ী!!! আর গতকাল সৈয়দ আশরাফ ও অন্যান্য মন্ত্রী-নেতারা বললেন যে এই সরকারের মেয়াদেই নাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে।

অতিউৎসাহী কেউ কেউ আবার বলেছেন,এক বছরের মধ্যেই নাকি বিচার সম্পন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিচার প্রক্রিয়ার ক্ষে ত্রে কি এভাবে আগাম বলে দেওয়া যায়/উচিত যে এত দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে? সেক্ষেত্রে যে কারও মনে প্রশ্ন জাগতে পারে যে,সরকার কি তাহলে একতরফা বিচারের চেষ্টা করছে? যদি তা হয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। গতকাল সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যাক্তিরা বললেন যে,৭১ সালে মানবতাবিরোধী জড়িত থাকার অভিয়োগে নাকি সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সাকা চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্য মামলায়!! স্ববিরোধীতার চমৎকার উদাহরণ!! এর আগে গ্রেপ্তার হওয়া অন্যদের ক্ষেত্রে একই পদ্দতি অনুসরণ করা হয়েছিল। শুধু মানবতাবিরোধী অপরাধের বিচার করলেই দেশ থেকে কি পাকিস্তানি আদর্শের মূলোৎপাটন সম্ভব? পরিহাসের বিষয় হচ্ছে এদেশের অনেক মানুষ শুধু মুসলিম রাষ্ট্র হওয়ার কারনে ক্রিকেট খেলায় পাকিস্তানকে সমর্থন করে!!!! বাঙালিত্বর চেতনা যতদিন পর্যন্ত না সবাই আমরা মনেপ্রাণে ধারণ করব ততদিন পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা পাবো না।

রাজাকার-যুদ্ধাপরাপধীদের আমরাই সুযোগ করে দিয়েছি বিভিন্ন সময়। দেশের এই অবস্থার জন্য তাই ওরা নয়,দায়ী আমাদের অদূরদর্র্শীতাই। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সরকার সেই অদূরদরর্শীতার পরি চয়ই দিচ্ছে। এটাকে স্বাভাবিক প্রক্রিয়াতেই চলতে দেওয়া উচিত। পুনশ্চ- বঙ্গবন্ধু হত্যাকান্ডের জন্য সাজাপ্রাপ্ত বাকি আসামীদের দেশে ফিরিয়ে আনার কি হলো?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.