আমাদের কথা খুঁজে নিন

   

সাকা গ্রফেতার হয়ছেনে!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

'আমাদের সময়' থেকে জানা গেল সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা-কে ২টা ২৫মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডিবি পুলিশের গাড়িতে করে সিএমএম কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়েছে। তার নিরাপত্তার জন্য স্যুয়াট বাহিনীর সদস্যরা তার সাথে ছিল। এ সময় তার স্ত্রীও সঙ্গে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তার বিরুদ্ধে ফারুক হত্যা মামলার অভিযোগে শ্যেন এরেস্ট দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়ার জন্য সিএমএম কোর্টের মেট্রোপলিটন মেজিস্ট্রেট নজরুল ইসলামের ১১ নম্বর কোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানির সকল প্রস্তুতি প্রায় শেষ। তার পক্ষে এড. সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার কামরুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. খন্দকার মাহবুব হোসেন তার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। সরকারপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল, আব্দুল্লাহ আবু ও খন্দকার আব্দুল মান্নান প্রমুখ। ২টা ৫০মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোর্টের ভেতরের হাজতখানায় নিয়ে আসা হয়েছে।

এ সময় তার স্ত্রীর সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। কোর্টের ভেতরে প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।