আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধাদের বলছি- আপনারা কেন স্বাধীনতার যুদ্ধ করেছিলেন?

নতুন নতুন ধারণার জম্ম দিতে চাই

আপনাদের নিকট সম্মান রেখে বলছি-৭১ আপনারা কেন যুদ্ধ করেছিলেন? শেখ মুজিব সংগ্রামের কথা বলেছেন আর আপনারা তার কথা শুনে সংগ্রামে ঝাপিয়ে পড়েছেন নাকি অন্য কোন কারনে মুক্তিযুদ্ধ করেছেলিন? জম্ন আমার স্বাধীনতার অনেক পর, মুক্তিযুদ্ধ আমি দেখেনি। বইয়ের মাঝে আমাদের শিখানো হয়েছে - ১৯৭১ সালে পাকিস্তানীদের সাথে আমাদের যুদ্ধের মূল কারণ ছিল – তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সাস্কৃতিকভাবে শোষণ করছিল। তারা আমাদের সম্পদ তাদের অংশে নিয়ে পুরটাই ভোগ করতো। এই পয়েন্টেই তাদের সাথে আমাদের সংঘাত ছিল। যার চুড়ান্ত পর্যায় ছিল- মুক্তিযুদ্ধ ।

যদি তাই হয়ে থাকে তাহলে ৫২ তে সালাম-জব্বার-রফিক রক্ত দিয়েছে নিজের ভাষার জন্য। আজ ২০১০ এ মন্জু-সালাম-বেলাল রক্ত দিচ্ছে নিজের পরিশ্রমের ন্যায্য মূল্যের জন্য। ১৯৫২ আর ২০১০ মাঝে কোন পাথক্যই খুজে পাইনা। তখন শাসকগোষ্ঠী গুলি চালিয়েছে ছাএদের উপর, আর এখন সেই শাসকগোষ্ঠীই শ্রমিকের বুকের উপর গুলি চালিয়ে হত্যা করছে। তখন ধষর্ণকারী ছিল পান্জাবী, আর এখন আমার স্বদেশী।

আমার দেশের সম্পদ এখন আর পাকিস্তানীরা নেয় না, নেয় আমার দেশের নেতারা। আমার দেশের কল-কারখানা বন্ধ হয়ে যায় নেতাদের আর্শিবাদে। আজও অধিকার আদায়ের মিছিলে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করে, মুক্তির বদলে নতুন নতুন শোষণের শিকলে গলা পর্যন্ত আটকিয়ে দেয়া হচ্ছে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধাদের বলছি- যদি আপনারা বর্তমান এই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করে থাকেন, তাহলে বলব আপনারা আমাদের এই প্রজম্মের জন্য কোন কিছুই করে দিয়ে যাননি। আপনারা একটি ব্যর্থ যুদ্ধ করে রক্ত ঝরিয়ে ছিলেন।

আর আমার এই স্পর্ধার জন্য আমাকে ক্ষমা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.