আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার আই-ডি-কাডে' মুক্তিযুদ্ধা অপশনটি রাখা হয়নি কেন? মুক্তিযুদ্ধাদের সর্বচ্চো সম্মান নিশ্চিত করতে বাধা কোথায়?

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

তত্ত্বাবধায়ক সরকারের উচিত স্বাধীনতাবিরোধীদের কোন সম্মান না দিয়ে মুক্তিযুদ্ধাদের সর্বচ্চো সম্মান দেয়া উচিত। ভোটার আই-ডি-কাডে' মুক্তিযুদ্ধা অপশনটি রাখা হয়নি কেন? স্বাধীনতাবিরোধীদের বিচার করতে অনেক বাধা, অনেক ঝামেলা ইত্যাদি ইত্যাদি। এসব কথা বত'মান সরকারের মুখে না শোনাই ভাল হত। যাইহোক অপ্রিয় হলেও এসব ঝামেলা কিছু আছে স্বাধীনতাবিরোধীদের বিচার করতে। কিন্তু মুক্তিযুদ্ধাদের সর্বচ্চো সম্মান নিশ্চিত করতে বাধা কোথায়? শষে'র মধ্যে ভুত! (প্রশাসনে রাজাকারদের নিল'জ্জ সাপোটা'র দের চিহ্নিত করা জরুরী)।

এই ভুত তারাতে না পারলে আমরা কখনই মুক্তিযুদ্ধাদের সর্বচ্চো সম্মান নিশ্চিত করতে পারব না। একমাত্র বত'মান সরকারই ওঝার কাজ করতে পারবে বলে আমি মনে করি। নতুবা, আরও ৪০-৪৫ বছর বা আরও বেশি সময় লাগতে পারে। ততদিনে আমাদের নতুন প্রজন্ম কি তা পারবে? সেটাও অসম্ভব বলেই আমি মনে করি। কারন বত'মান প্রজন্মকে নিয়েই আমরা সংকিত (মাদক, ব্রেন ধোলাই, দুনি'তি ইত্যাদির সব'চ্চ বিস্তার)।

যাইহোক এই সরকার কি মুক্তিযুদ্ধাদের সর্বচ্চো সম্মান নিশ্চিত করতে পারবে? এজন্য যা যা করা দরকার তা করতে যে সকল বাধা তা ধ্বংশ্ করতে কি বাধা? মনের দুব'লতা? তাহলে তো জাতীর বিলুপ্ত হবার আর কিছু বাকি নেই!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.