আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোক্রেডিটের কেলেংকারী ফাস করল এবার বাংলাদেশের উইকিলিক্স - একপক্ষ


" ক্রেডিট ইজ হিউম্যান রাইটস "-- এটাই বলেন ড: ইউনুস । কিন্তু সেই হিউম্যান রাইটসের আসল চেহারা সত্য খুড়ে বের করে এনেছেন একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টি । গ্রামীণ ব্যাংকের ৯৭% লোন পরিশোধের পেছনের জাদু বা ভেল্কিবাজী কিভাবে সম্ভব ? আপনাদের কি মনে আছে চকোরিয়ার সুন্দরবনের কথা ? ১৯৮৭ সালে এখানে বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপি ২৬ মিলিয়ন ডলার অর্থায়ন করেছিল অ্যাকোয়া কালচার প্রজেক্টে , কি অবস্হা এখন তার । হিলারী ক্লিনটন যখন দেশে এসেছিলেন তার মেয়ে স হ ড: ইউনুসের "প্যাচ-আপে" তখন সে যে গ্রাম পরিদর্শন করতে গিয়েছিলেন তার নাম দেওয়া হয়েছহিল হিলারী গ্রাম । কেউ কি জানেন আজ সেই হিলারীগ্রামের অবস্হা কি ? কি সম্পর্কের ভিত্তিতে হিলারী ক্লিনটন দৌড়ে এসেছিলেন ড:ইউনুসের ডাকে বাংলাদেশের মাইক্রক্রেডিট প্রজেক্ট দেখতে ?? মাইক্রোক্রেডিটের প্রথম শিকার ছিল সুফিয়া ।

কেমন আছেন সেই সুফিয়া । ড:ইউনুস দারিদ্রতাকে জাদুঘরে পাঠাবেন বলেছিলেন , তাহলে মাইক্রোক্রেডিটের প্রথম শিকার যিনি ছিলেন তার আজ কি অবস্হা । চট্টগ্রামের জোবরা গ্রামের সুফিয়া আর তার পরিবার কিভাবে দিনাতিপাত করে আর কেমনই বা তার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যত !! প্রথম মাইক্রোক্রেডিটের শিকার সুফিয়ার ঘর -- । কোথায় গ্রামীণব্যাংক কোথায় ড:ইউনুস আর কোথায় জোবরার সুফিয়া মাইক্রোক্রেডিটের সাফল্য ও কেলেংকারী নিয়ে লেখা আর্টিকেলে ডিটেইল করেছেন একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টি । মিস কইরেন না কেউ ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।