আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুক খানের ভোজবাজি - ডঃ রেজোয়ান সিদ্দিকীর লেখার বিরুদ্ধে কয়েকটি কথা -



বুঝিয়াছি সাধু সাজিয়াছেন। অন্ধকারে বন্ধঘরে কোন হিন্দি, ইংরেজী, কোন ব্লু ছবি দেখেন না মনে হচ্ছে ? রাস্তায় বেড়িয়ে কোন যুবতীর ( বোনের মত, মায়ের মত বয়সী ) স্ফীত বক্ষ আড় চোখেও দেখেন না ? এখানে এসে সাধু সেজে ব্লগ লিখে হাততালি কুড়াতে এসেছেন ? জেনে রাখুন শিল্প কে শিল্পের মর্যাদায় রেখে শিল্পীর চোখে , শিল্পী হৃদয় দিয়ে দেখুন। কোন নগ্নতা, নোংরা প্রকাশ পাবে না। অবিভক্ত বাংলাদেশে অজন্তা ইলোরার, কোনারকের সুর্য মন্দিরে খোদাই করা মুর্তি দেখে তো একদিন বলতেন - এ আমাদের গর্ব। ভুলে গেছেন ? আজ বাংলাদেশ ভারত থেকে বিভক্ত হয়ে গেছে বলে কি বুকের-মুখের ভাষাটাও বদলে দেবেন ? মা কে মা বলছেন না মম বলে ডাকছেন এখন ? দেবী মা কালী ও কি অশ্লীলতার দায়ে ??? চোখ থাকলেই দেখা যায় না , দেখার মত চোখ চাই। আপনি ওখানে নোংরা চোখে নোংরামোই দেখেছেন, শিল্পীর কলা-কৌশল আপনার এবং আপনার মত নজুরের নজরে আসেন নি। যাদু দেখতে গিয়ে চুরি ই দেখবেন - যাদুকরের কলা - কৌশল আপনার মত লোকেদের কাছে কোন মুল্যই পাবে না। যত্তোসব --------------- আবাল দেশপ্রেমিক সাংস্কৃতিক !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।