আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে লাইক পেজ তৈরি করুন আর যুক্ত করুন ওয়েবসাইট বা ব্লগে



সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন বিষয়ের উপর লাইক পেজ দেখে থাকি। অনেকে লাইক করে থাকি। আপনিও ইচ্ছা করলে এ ধরনের আপনার ভাল লাগা বিষয় নিয়ে অথবা আপনার ওয়েবসাইটের জন্য লাইক পেইজ তৈরি করতে পারেন।

যারা জানেন না তারা এক পলক দেখে নিতে পারেন কিভাবে লাইক পেজ তৈরি করবেন। প্রথমে ‍ফেসবুকে গিয়ে নিচের দিকের Create a Page এ ক্লিক করুন... ক্লিক করলে নিচের মত পেইজটি ওপেন হবে... এখানে আপনি দুইটি অপশন পাবেন একটি Community Page, আরেকটি Official Page । আপনি কি ধরনের পেইজ বানানের সেই অনুযায়ী আপনার পেইজের নাম দিয়ে Create community Page অথবা Create Official Page এ ক্লিক করুন। এক্ষেত্রে Official Page এর জন্য আপনার বিষয়টি সিলেক্ট করে পেইজের নাম দিয়ে Create Official Page এ ক্লিক করুন। ‍ ক্লিক করলে উভয়ের ক্ষেত্রে নিচের মত একটি পেইজ আসবে... এক্ষেত্রে ফেসবুকে যদি আপনার Account থাকলে I already have a Facebook account এ ক্নিক করে ইমেল আইডি ও পাস্ওয়াড লগ ইন করুন ‍আর না থাকলে I do not have a Facebook account এ ক্লিক করে ফেসবুকে উপরের ঘরটি পূরণ করে Sing Up Now এ ক্লিক করে নতুন Account ওপেন করুন।

ব্যাস্ হয়ে গেল আপনার ফেসবুকে লাইক পেইজ তৈরি। আপনি যদি আপনার ওয়েবসাইট বা ব্লগ জন্য লাইক পেইজ তৈরি করেন তাহলে তা আপনার ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করে দিতে পারেন। যেমন নিচের আমার ব্লগের এর লাইক পেইজটি দেখুন। ডেমো দেখার জন্য এখানে ক্লিক করুন। এক্ষেত্রে ফেসবুকে মাধ্যমে আপনার সাইটকে কিছুটা হলেও আপনার ওয়েবসাইট বা ব্লগকে পরিচিত করাতে পারেন।

আমার ব্লগের লাইক পেইজটি দেখে নিতে পারেন। আর ওয়েবসাইট বা ব্লগে লাইক পেইজ যুক্ত করার জন্য আপনার ফেসবুকের লাইক পেজে গিয়ে Add Like Box এ ক্লিক করুন.... ক্লিক করার পর নিচের মত একটি পেইজ ওপেন হবে... ওপেন হবার পর আপনার ফেসবুক লাইক পেইজের URL এড্রেস দিয়ে অন্যান্য অপশন নিচের ‍পছন্দ মত সেটিং করে নিতে পারেন। ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করার জন্য প্রিভিউ পাশে দেখতে পারবেন। তারপর Get Code অপশনে ক্লিক করুন। প্রাপ্ত কোডের যে কোন ‌একটি ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করে দিলে হয়ে যাবে।

আজ এ ‌পযন্ত। সবাই ভাল থাকবেন। ভাল লাগলে মন্তব্য করবেন। দরকারী সাইটের লিংক পেতে .......... Web Links of Bangladesh

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.