আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি গাজী ইলিয়াসের চেয়ে উন্নত?

যেতে হবে অনেক দূর..

ফেসবুকে তাকে নিয়ে গ্রুপ খলা হয়েছে , লোকজন সেখানে গালিগালাজ প্র্যাকটিস করছে; গাজী ইলিয়াস স্টেজে উঠে যা করেছেন তাতে আমরা অবশ্যই লজ্জিত তাই বলে সেটা নিয়ে এপর্যায়ের বাড়াবাড়ি করাটা ওই লজ্জাকেই কি আরও বাড়িয়ে দিচ্ছেনা? ইলিয়াস সাহেব যদি ছেঁড়া হাফ প্যান্ট পড়ে স্টেজে উঠে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মত কোনো কাজ করেই থাকেন তাহলে আমরাতো এখন সে ছেঁড়া হাফ প্যান্ট পতাকা বানিয়ে আকাশে ওড়াচ্ছি না? আমরা নিজেদের ভুলকে এখনও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধনের চিন্তা করতে অক্ষম বা অনভ্যস্ত, বরঞ্চ তাতে বেশী করে তালি দিয়ে লজ্জা পর্বতসমান করতে সক্ষম এবং আগ্রহী। আফসোস! প্রতিদিন আফসোস করতে হয় আমাদের!! অনেকের আবার গাজী ইলিয়াসকে দেখে উপলব্ধি হল আমাদের শিক্ষা ব্যাবস্থার করুন অবস্থা , এর আগে তাদের বিবেকে নাড়া দেয়নি যে শিক্ষা ব্যাবস্থার আমুল পরিবর্তন দরকার, এর আগে তারা এতটা নাড়া খায়নি যে ফেসবুকে গ্রুপ খুলে জনগনকে শিক্ষা পদ্ধতির ব্যাপারে সচেতন করা উচিত। শিক্ষা ব্যাবস্থা নিয়ে চিন্তা করা ভাল কথা, তার প্রয়োজনীয় উন্নয়ন সম্পর্কে সবাইকে সচেতন করার উদ্যোগ আরও ভাল কিন্তু সে উদ্যোগের ধরনে যদি বিশেষ কোনও ব্যাক্তি ছোট হয় তাহলে তা খুব খারাপ। গাজী ইলিয়াস মঞ্চে উঠে যা করেছেন তা কি শুধুই তার ইংরেজী ভাষায় অপারদর্শীতা নাকি এতবড় একজন তারকা আর এত এত মানুষের সামনে দাঁড়িয়ে ঘাবড়ে যাওয়া? আমি মনেকরি যেকোনও সাধারন মানুষ সে ইংলিশে যতই পারদর্শী হোকনা কেন এ অবস্থায় ঘাবড়ে গিয়ে আবোল তাবোল বলবে। উনি সত্যিই হিন্দী ঘৃণা করে "hate" বলছেন নাকি ঘাবড়ে গিয়ে ভুল শব্দ উচ্চারন করেছেন সেটাও দেখার বিষয়, কারন হিন্দী ঘৃনা করলে কনসার্টে যাওয়ার কথা না, যদি মহিলা হতেন তবেও নাহয় একটা কথা ছিল যে শুধু শাহ্‌রুখ খানকে দেখতে গিয়েছেন। প্রকৃতই যদি কারও দেশ ও দেশের মানুষ নিয়ে চিন্তা থাকে তাহলে গাজী ইলিয়াসের নাম নিয়ে তা প্রকাশের প্রয়োজন পড়েনা, এম্নিতেই মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া যায়। আমাদের এভারেজ কোয়ালিটি বোঝানোর জন্য গাজী ইলিয়াসের নামে গ্রুপ খুলে তাকে গালি দিয়ে অন্য সবাইকে সাবধান বা সচেতন করার মাধ্যমে আমরা শুধু আমাদের শিক্ষা দিক্ষার এভারেজ কোয়ালিটি না পাশাপাশি আমাদের মনমানসিকতার কোয়ালিটির পরিচয়ও দিচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।