আমাদের কথা খুঁজে নিন

   

দুবাই পরবাসে প্রবাসীদের ঈদ

রমজান মাস ও ২৯ এ শেষ হওয়া রোজার পর ঈদ এবার অন্যরকম আনন্দের বার্তা নিয়ে এলো প্রবাসী বাংলাদেশীদের মাঝে। ফজরের নামাজ শেষেই মুসল্লিদের শুরু হয় ঈদগাহে যাত্রা। সকাল ৬টার ঈদের নামাজে শরিক হতে দূর-দূরান্ত থেকে মানুষের ক্রমাগত ভিড় বাড়ে ঈদগাহে। প্রতি বারের মত আরব আমিরাতে ঈদের সব চেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে এখানকার রাজধানী আবুধাবীতে অবস্থিত শেখ জায়েদ মসজিদে। ছোট-বড় সব ঈদগাহ ছাড়াও বড় মসজিদগুলোতেও একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ আদায়ের পর একে অন্যের গলায় গলা মিলিয়ে ঈদ মোবারক ধ্বনির মধ্যদিয়ে শুরু হয় ঈদ আনন্দ। প্রিয়জনদের সুখের জন্য নিজের সুখ-আনন্দ বিসর্জন দেয়া প্রবাসীরা অন্য রকম ভাবেই দিনটি উদযাপন করে। ঈদের দিন ছুটি থাকলেও ঈদের নামাজ আদায় করার পর অনেকেরই  সময় কেটে যায় ঘুমের মধ্যে। অন্যদিকে, দুবাইয়ে দুই-তৃতীয়াংশ প্রবাসী বাংলাদেশী ঈদের দিন কার্যদিবস থাকায় অন্য সব দিনের মত দিনটিও তাদের স্বাভাবিক ভাবেই কেটে যায়। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও আনন্দের কমতি থাকে না প্রবাসী বাংলাদেশীদের।

এখানকার সহকর্মী-বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির মজাই আলাদা। সকালে যৌথ ভাবে ঈদগাহে নামাজ আদায়ের পর নানা রকম খাবারের আয়োজন। বিশেষ করে বিরিয়ানি-পোলাও। জমিয়ে আড্ডা-গল্প আর খোশ আমদে উদযাপিত হয় ঈদ।

বন্ধু-বন্ধবের বাসায় বেড়াতে যাওয়া সহ দিনটি উদযাপনে প্রবাসী বাংলাদেশীরা ছোট ছোট গ্র“পে বিভক্ত হয়ে দুবাইয়ের বিভিন্ন দর্শণীয় স্থানে ঘুরে বেড়ানো ও ফটোসেশন মধ্যেই ঈদ আনন্দের সিংহ ভাগ সীমাবদ্ধ থেকে যায়।

ঈদে পরবাসে প্রবাসীদের এটাই সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। এছাড়াও প্রিয়জনের সাথে কথপোকথনের মাধ্যমে কেটে যায় ঈদের এই বিশেষ দিন। প্রিয়জনকে ছেড়ে দূরে পরবাসে এ এক অন্যরকম ঈদ আনন্দ! 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।