আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস সেভেন কোন অপারেটিং সিস্টেম নয়, এটি একটি মাদক দ্রব্য। ( windows 7 is not only an operating system,it is also a DRUG)

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

ইদানিং অনেকেই মাইক্রোসফটের তৈরিকৃত উইন্ডোস সেভেন ব্যবহার করা শুরু করছেন। খুব ভাল কথা,নয়া জিনিসের স্বাদ সবাই পরখ করে দেখতে চায়। কিন্তু ঝামেলা বাঁধে তখনই যখন স্বাদ পরখ করার পর আবার সেই এক্সপি তে যাবার সময়,সেভেন দেখতে খুব সুন্দর হলে তেমন একটা কাজের না। এখনো এক্সপিই সেরা এটা উইন্ডোস সেভেন ব্যবহারকারীও এক বাক্যে বলবেন। কিন্তু সমস্যা হল উইন্ডোস সেভেনের মায়াজাল ছিড়ে সবাই বের হতে পারে না।

তাছাড়া রেমের বেশিরভাগ মেমরি দখল করে,নিজে নিজে পাকনামি করে অনেক কিছু আপডেট করে পিসির বারোটা বাজিয়ে দেয়। তাছাড়া ৩২বিট আর ৬৪ বিটের ঝামেলা তো আছেই। এত কিছুর পরেও এই সেভেনের রুপের মায়াজাল ছেড়ে কেউ বের হতে পারে না। কষ্ট করেই এর পিছনে ছুটে। উইন্ডোস সেভেন কোন অপারেটিং সিস্টেম নয়,এটি একটি মাদক।

এ জন্য একটি মাদক নিরাময় কেন্দ্র চালু করার জন্য মাইক্রোসফটের দরবারে তীব্র আবেদন জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.