আমাদের কথা খুঁজে নিন

   

পথের খোঁজ

মানবতাই ধর্ম !

অনেক বছর যাবত খুঁজে বেরাচ্ছি একটি পথ। পথে থাকবে না কোন কাঁটা আর তীক্ষ্ণ কঙ্কর, চারপাশে বয়ে যাবে স্বাধীনতার বাতাস আর হালকা মিষ্টি গন্ধ। পথের ধারে ফুটবে গোলাপ,হাস্নাহেনা আর বেলি ফুল, মাধবি লতার সুবাসে ভরে উঠবে সমস্ত পৃথিবী। আকাশে ডানা মেলে উড়ে যাবে গাঙচিল। পথের পথিকেরা থাকবে অকুতোভয় আর নিঃসঙ্ক চিত্তে হেঁটে বেড়াবে। সমুদ্রের মাছেরা যেমন চঞ্চল চিত্তে ঘুরে বেড়ায় - ঠিক তেমনি ঐ পথটার পথিকেরা হাঁটবে। আমার সকল চিন্তা আজ ঐ পথকে কেন্দ্র করে। শ্রেনীহীন পথ,বৈষম্যহীন পথ। যে পথে কাঁদেনা অসহায় পিতৃ-মাতৃহীন শিশু আর জোর করে কেঊ কেড়ে নেয় না কারো অধিকার । [উৎসর্গ- আমার প্রাণপ্রিয় কমরেড, আমার ভাই সুদীপ্ত দা কে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।