আমাদের কথা খুঁজে নিন

   

অচীন কুমার

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

লাগবে না ছাই তোকে আমার চাইনা মনের বন্ধ দূয়ার দূর হয়ে যা অনেক দূরে চাই না অচীন রাজারকুমার । কূমার হয়ে ঠাঁটে বাটে চারপাশে সব ফন্দি আটে অনেক অনেক ব্যাস্ত যে তুই তোকে ছাড়াই সন্ধ্যা কাটে । চাইনা ঘোড়া চাইনা গাড়ি সোনায় মোড়া রূপোর শাড়ি চাইনা সাদা পঙ্খীরাজও দেই যদি পথ একাই পাড়ি । থাক তুই সব সুখের মাঝে থাক ডুবে আজ হাজার কাজে আমি একাই পথে পথে হারাবো রোজ সকাল সাঁঝে । আমি হব বনের পাখি অচীন সূরে তোরেই ডাকি সোনার খাঁচায় বন্দিরে তুই ভেঙ্গে খাঁচা আসবি নাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।