আমাদের কথা খুঁজে নিন

   

ধুম পান সাস্থের জন্য ক্ষতিকর

আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই ।

ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর এ কথাটি জানা সত্যে ও প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ ধুমপান করে যাচ্ছে । মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন যে বিবেক বুদ্ধি দিয়েছেন তা থাকা সত্বেও সে ধুম পান করছে, সে নিস্ছিত ভাবে জানে যে উহা ক্ষতিকর। হায়রে মানুষ আমাদের বিবেকে কি এতটুকু প্রশ্ন জাগে না? এক বার প্রশ্ন করুন............ আমি কে ? কোথা থেকে আসলাম ? কেন আসলাম ? আবার কোথায় যাব ?............... আমরা জানি ও বিশ্বাস করি .......... যেতে হবে আল্লাহর কাছে। জেনে রাখুন......... আল্লাহ কিন্তু দুর্গন্ধকে অপছন্দ করেন।

যদি তোমার মুখে দুর্গন্ধ থাকে; তিনি কি তোমাকে কাছে রাখবেন ? না রাগ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। ও.......... তুমি মনে করতেছ; যখন আল্লাহ আগুনেই ফেলবেন..........তাহলে একটু আগুন মুখে দিয়ে দুনিয়াতেই টেষ্ট করে দেখি, কেমন লাগে ? কেন আসলাম ? আসলাম আল্লাহর ইবাদত করতে ও তাঁর সন্তুষ্টি অর্জন করতে। কোথা থেকে আসলাম ? আল্লাহর কাছ থেকে আসলাম। আমি কে ? আমি আল্লাহর বান্দা। তাই আমার দায়িত্ব, সর্ব বিষয়ে আল্লাহর কথা শুনার জন্য ও আমল করার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।