আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কুতুক

লিচুগাছের আর মাত্র ১টা শাখাই আছে ঐডা হইল মিং রাও

আমাকে মন্তব্ করতে িদেচ্ছ না তাই আিম খািল েজাকস িদব পল্টু ও তার বন্ধু বিল্টুর মধ্যে কথা হচ্ছে— পল্টু: জানিস, আমার বউ রেগে গেলে একটা সর্বনাশ কাণ্ড ঘটে যায়। ওর জন্য পাড়ায় মুখ দেখানোটাই এখন মুশকিল হয়ে গেছে। বিল্টু: কেন। ঘটনা কী বলতো শুনি? পল্টু: আর বলিস না। ও যখন রেগে যায় তখন আমার সঙ্গে তো রাগারাগি করেই তার ওপর আবার আমাদের ছেলে, এমনকি বাড়ির কুকুরটার সঙ্গেও চিৎকার চেচামেচি শুরু করে দেয়।

কারো সাধ্য নেই যে, তার কথার কেউ উত্তর দেয়। বিল্টু: তা তুই রেগে গেলে কী করিস? পল্টু: ওই একই ঘটনা! আমিও দরজা, জানালা আর বারান্দার সঙ্গে চিৎকার চেচামেচি শুরু করে দিই। ওদেরও তো সাধ্য নেই আমার কথার জবাব দেবে! ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে। স্ত্রী ধীরে ধীরে বলল, ‘অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।

’ কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বলল, ‘তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও। ’ ‘ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি। ’—হাবলুর জবাব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।