আমাদের কথা খুঁজে নিন

   

সকল বল্গার: ক্লিক, খোচা, ডলা যে কুনো কিচু মাইরা ইট্টু আইডিয়া দিয়া যান, পিলিজ লাগে !



আমি খুব সাধারন একজন ইলেকট্রনিক্স প্রফেশনাল। পুজিবাদী ইহুদী নাসারা বেদ্বীন কাফেরদের জন্য কামলা খাইটা জেবন কাটাই। এইসব শোষক সমাজ আমাদের রক্তে ভেজা ঘামে ... . . . . . . . খাইসে বেলাইনে চামে চিকনে ভাষন শুরু করলাম দেখি অনেকদিন ধরে ভাবতাসি একটা প্রোডাক্ট বানামু বাংলাদেশ কনজিউমার বা মার্কেট রেসপেক্টে। আমার ট্যাকাও নাই, কম্পানীও নাই, কিছুই নাই। জাস্ট একটা প্রোটোটাইপ বানামু পরে যদি কোনো কম্পানীর পছন্দ হয় বা সমমনা ব্লগার বন্ধুরা যদি একসাথে কাজ করতে উৎসাহী হয়।

কিন্তু মিলিয়ন ডলার কুচ্চেন হৈলো বানামু কি। চায়না তো দুনিয়ার সবকিছু বানায়া ফেলসে। আর যেমনে চায়নিজ প্রোডাক্টে বাজারে বান ডাকসে তাতে ক্যামনে কি! আকাশ পাতাল চিন্তা কৈরা কোনো কুল কিনারা পাইনা। দুই বছর আগে ভাবসিলাম আই.পি.এস বানামু। দুই বছর পর মার্কেট থিকা কিনা আইনা বাসায় লাগাইসি।

এই হৈলো আমার ভাবনার গতি। তয় ঈমানে কৈতে পারি, একবার একটা ভালো পারসপেকটভ এর আইডিয়া পেলে বানাইতে বেশি সময় লাগবোনা। এবার সিরিয়াসলি কৈ। সব বল্গার বন্ধুদের কাছে সাহায্য চাই, একটা আইডিয়া দিন। যে কোনো ইলেকট্টনিক্স বেইসড প্রোডাক্টের।

যার প্রোডাকশন খরচ কম কিন্তু ইউজার ফ্রেন্ডলি, বাংলাদেশে চাহিদা আছে। সকল পেশার সবার কাছে আবেদনটা জানালাম। অন্যান্য পেশা যেমন কোনো সফটওয়্যার ডেভলপার যদি কোনো ইউজার ইন্টারফেস বানানোর পর সার্কিট ইন্টারফেসের আইডিয়া থাকে সেটাও জানান। সমমনা কেউ যদি একসাথে কাজ করতে চান, তার জন্য স্বাগতম। সকল ব্লগারের কাছে আবার বিনীত অনুরোধ, একটা আইডিয়া দিন, আপনার কাছে যে জিনিসটা থাকলে ভালো হত।

হয়তো সকলের সম্মিলিত ভাবনাগুলো থেকে বেরিয়ে আসবে ভালো কিছু করার সম্ভাবনা। পোষ্টটা কারো বিরক্তির কারন হলে তার জন্য ক্ষমা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.