আমাদের কথা খুঁজে নিন

   

সভাপতিমণ্ডলীতে ইঞ্জিনিয়ার মোশাররফ

বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে মোশাররফ হোসেনকে মনোনীত করেছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে বুধবার রাতে বিষয়টি জানানো হয়েছে।” 
দুই দশক ধরে চট্টগ্রাম জেলা (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরসরাই থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন পাঁচবার। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।
গত বছর ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনের পর গত ২ জানুয়ারি নবগঠিত সভাপতিমণ্ডলীর ১০ সদস্যের নাম ঘোষণা করা হয়। তাতে পুরনো কমিটি থেকে বাদ পড়েন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও রাজিউদ্দিন আহমেদ রাজু; যোগ দেন মোহাম্মদ নাসিম ও নূহউল আলম লেনিন।
ওই সময় সভাপতিমণ্ডলীর দুটি সদস্য পদ শূন্য রাখা হয়, যার একটিতে মনোনায়ন পেলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.