আমাদের কথা খুঁজে নিন

   

সাহোশি৬ এর একজন শাহরুখ, একজন গাজী ইলিয়াস আর আমরা পোস্ট এবং কিছু কথা

বন্ধ করুন

শাহরুখ সালমানের হিন্দী কালচার নিয়া আগ্রহ কোনকালেই ছিল না। হিন্দী আর বাংলা মুভি সব একরকম লাগে। শেষে গিয়ে নায়ক নায়িকার মিলন আর মধ্যখানে কয়েকটা হট আইটেম সং টাইপ। কে গুন্ডা কে নায়ক আগে থেকেই বুঝা যায়। আর হিন্দী ভাষার মধ্য আপ=আপনি , তুম = তুমি, মে = আমি এতটুকুই জ্ঞান।

তাই শাহরুখ খানের বাংলাদেশ সফর নিয়ে আগ্রহের ছিটেফোটাও ছিল না। তাই গতকাল সন্ধ্যার অলস টাইমটা বন্ধুদের সঙ্গে তাস পিটিয়ে পার করলাম। রাতে সামুতে এসে একের পর এক শাহরুখের পোস্ট দেখছি। একেকজনের একেক বক্তব্য। কিন্তু পারসোনাল অ্যাটাক করে পোস্ট দিচ্ছিল অনেকে যেটি বিস্ময়কর।

অন্তর শোবিজ শাহরুখকে এদেশে এনেছে। শাহরুখ নিজ থেকে আসেনি। তাকে ডেকে এনে অপমান করার কোন কারণ তো দেখিনা। সাহোশি৬ নামক ব্লগার সর্বশেষ পোস্টে শাহরুখ সম্পর্কে তার পারসোনাল অপিনিয়ন - শাহরুখ খান একজন নটী। নাচ গান করে মানুষের মন ভোলাবে, আর তার বিনিময়ে টাকা নিয়ে চলে যাবে।

গ্রামের নটী দলের সাথে তার পার্থক্য হচ্ছে তার নাচ গান প্রচুর মানুষের ভলো লাগে, তাই সে গ্রামের নটীদের তুলনায় অনেক বেশী জনপ্রিয় এবং অনেক বেশী costly। জনৈক সাহোশি৬ এর কাছে শাহরুখ নটি। কিন্তু নিউজউইক ম্যাগাজিন বিশ্বের ৫০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ৪১ নং এ থাকা শাহরুখকে ওয়ার্ল্ডস বিগেস্ট মুভি স্টার সম্বোধন করে বলছে - Who is the world's biggest movie star? Brad? Will? Nah. His name is Shahrukh Khan, and he's the king of Bollywood. গাজী ইলিয়াস নামক ব্যক্তি শাহরুখকে বলছে হিন্দি পছন্দ করেনা। শাহরুখকে ডেকে এনে সম্মান করতে না পারি অসম্মান করার দরকার তো নেই। সেম পোস্টে মেঘলা মানুষ বলেছেন: "শাহরুখ বাংলাদেশের সিডর আক্রান্তদের পুনর্বাসনের জন্য চ্যারিটি করতে আসেন নাই, কোন কালচারাল এক্সচেঞ্জে ফ্রিতেও আসেন নাই; শো করে আয় করতেই এসেছিলেন।

তাই তিনি আমার চোখে যতটা অতিথি তার চেয়ে বেশি ব্যাবসায়ী। " শাহরুখের মোট সম্পত্তির পরিমান উইকির ভাষ্যমতে ২৫০০কোটি রুপি। সে ৮কোটি রুপির কামানোর জন্য বাংলাদেশে স্বপরিবারে এসেছে এটা বিবেচনা স্বাপেক্ষ। এমন নয় যে তার ৮কোটি রুপির অভাব। সে বিভিন্ন দেশে গিয়ে লাইভ ট্যুর করে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এসেছে। আর বাইরের দেশ থেকে দান খয়রাত পেতে পেতে আমাদের সবার অভ্যাস বদলে গেছে না হলে আমাদের সবসময় ফকির স্বভাব হবে কেন? আমরা কেন এমন আশা করব যে বাইরের দেশের সবাই আমাদের দেশে এসে শুধু দান করবে? সিডর আক্রান্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের সরকারের দায় বেশি নাকি শাহরুখের? কেউ কি সিডর আক্রান্তদের পুনর্বাসনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করেছে? আমরা কেন নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করতে পারিনা। ঘুর্নিঝড় হয়েছে? নো প্রবলেম বিদেশী দাতারা আছে তারা ত্রানদান করবে আর ক্ষতি গ্রস্থ দের পুনর্বাসন হবে। ভুমিকম্প হয়েছে? নো প্রবলেম বিদেশী দাতারা আছে তারা ত্রানদান করবে আর ক্ষতি গ্রস্থ দের পুনর্বাসন হবে। আমাদের নিজেদের কিছু করার সামর্থ্য কি কোনদিন হবেনা?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।