আমাদের কথা খুঁজে নিন

   

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে !!!

রাজনীতিতে বিতর্ক থাকবেই, তবে সবার আগে দেশ বড়। স্বনির্ভর বাংলাদেশ গড়াটাই মুল কথা। আসুন হাতে হাত রেখে আগাই। ফেসবুক গ্রুপ: http://www.facebook.com/groups/nationalistbloggersassociation/ এক পাল সুশীল সবাইরে বুঝ দেয় যে জামায়াতে ইসলাম আর ইসলাম এক না, মাইনা নিলাম। কিন্তু এই হারামির বাচ্চাগুলাই এখন সাধারণ মুসলমানদের জামাতে ইসলাম বানাচ্ছে।

৭১ টিভিতে কারওয়ান বাজারের রিপোর্টার জাহিদ বলে মুসল্লিদের মিছিল বের হইছে আর নিউজ রিডার চাপ দিয়ে সেইটারে বানায় জামাত শিবিরের মিছিল। কয়দিন পরে দেশে তোমাদের মত কয়েকটা সুশীল আবাল ছাড়া সবাইরেই জামাত শিবির মনে করবা। এরা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান, তোমাদের মত লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সামর্থ্য ওদের নাই। হাফেজ-ওলামা হয়ে সমাজে একটু সম্মানের সাথে বাঁচাই তাদের লক্ষ্য। তোমাদের মত কোটি টাকার বাড়ি, গাড়ির স্বপ্ন ওরা দেখেনা।

ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে অভুক্ত পেটে জীবিকার সন্ধানে বের হয়। একটা মসজিদে নামে মাত্র বেতনে দু'বেলা নামাজ পড়ায়, আর ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়। খুব সৌভাগ্য হলে, তোমাদের মত বড় লোকের বাচ্চাদের ঘরে গিয়ে পড়ানোর সুযোগ মিলে। কলেজ পড়ুয়া প্রাইভেট টিউটর এর ডেটিং খরচ হিসেবে ৩০০০ টাকা দাও, আর ইসলামের খেদমত করা এই লোকটার দরিদ্র সংসার চালানোর জন্য ৩০০ টাকা দিতেও দ্বিধায় ভোগ। নিজের জীবনের চেয়েও আল্লাহ-রাসুলের সম্মান অনেক বড় এদের কাছে।

আজ তোমাদের নাস্তিক ভাই ওদের অনুভূতিতে আঘাত করেছে। নিজের ভাইয়ের দোষ ঢাকতে এই খোদাপ্রেমী মানুষগুলোকে জামাত শিবির বলে প্রচার করছ। ফেসবুকে স্ট্যাটাস দিয়া নিজেকে উদার মুসলিম দাবী করে অন্যদের বাহবা নাও। কিন্তু মনে রেখ, তোমাদের মত লোককে দেখিয়ে স্ট্যাটাস দিয়ে এরা ফেসবুক থেকে ছাগু ডিলিট করে না। নিজেদের ঈমান, আকিদা দিয়ে বহু পূর্ব হতেই জামাত শিবিরকে ঘৃণা করে।

আজ পার্টি করা, লিটনের ফ্ল্যাটে নিয়মিত গমনকারীরা এদের ধর্মানুভূতিকে উপেক্ষা করে জামাতি ট্যাগে আড়াল করতে চাইছ। এদের খুন করে, রাজীবকে শহীদ বানাও। কিন্তু মনে রেখ, এরা শেয়ার বাজার, পদ্মা সেতু বা বিশ্বজিতের জন্য আসেনি, ঈমানের দাবীতে এসেছে। ফেসবুকের পীরদের যুক্তি তর্ক এদের থামাতে পারবে না। শাহবাগ আন্দোলনে সফলতা চাইলে এসব জঘন্য নাস্তিকদের বিচারের মুখোমুখি করুন এবং রাজীবকে শহীদ বানাতে তৎপর প্রধানমন্ত্রী ও তার চ্যালাদের থামান।

প্রথম আলো হতেই এদের বক্তব্য জেনে নিন; ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।