আমাদের কথা খুঁজে নিন

   

গাজী ইলিয়াস এবং দেশের মান ইজ্জতকা সাওয়াল....

You either die a hero or you live long enough to see yourself become the villain.

‎১ম ব্যক্তি: গাজী-রে সবাই মারতে চায়। গালি দিচ্ছে। কারণ কি? ২য় ব্যক্তি: কারণ সে আমাদের মান ইজ্জত ডুবাইছে। ১ম ব্যক্তি: কেমনে? ২য় ব্যক্তি: শাহরুখের সাথে সে বাংলা বলছে। তারে অপমান করছে।

১ম ব্যক্তি: ও তাই বলো! তোমরা যেভাবে চিল্লাচিল্লি করতাছো তাতে আমি ভাবছিলাম সে বাংলাদেশী কোন মাইয়ারে শাহরুখের হাতে তুলে দিয়ে, সবার সামনে সেই মেয়ের ইজ্জত মারছে। তাই হয়তো দেশের ইজ্জত নিয়ে টান পড়ছে। ২য় ব্যক্তি: কি যে বলেন? শাহরুখের হাতে কোন মেয়ে তুলে দিলে সে মেয়ের ইজ্জত যায় নাকি? মেয়ে তো নাঁচতে নাচতেঁ যাবে শাহরুখের কাছে। ১ম ব্যক্তি: বলো কি? তাই নাকি? ২য় ব্যক্তি: এতে অবাক হওয়ার কি আছে? শাহরুখ খান তো বিরাট বড় স্টার। ১ম ব্যক্তি: ও তিনি তো বিশাল বড় স্টার! তার সামনে বাংলা বলা যাবে না।

এতে তার অপমান হয়। ২য় ব্যক্তি: হ্যা চাচা। ঠিক কইছেন। ওই হা.... ধইরা মাইর দেয়া উচিত। দেশের মান ইজ্জত ডুবাইয়া দিল।

১ম ব্যক্তি: হমমম। ঠিকই বলছো। কিন্তু '৭১-এর রাজাকাররা যা করছে, কিংবা দূর্নীতিবাজ নেতাদের জন্য বিশ্বে দুর্নীতিতে প্রথম হয়ে জাতিকে যে লজ্জা দিছে তার তুলনায় তো গাজী কিছুই করেনি। তা বাবা, দেশের ইজ্জত ডুবাইছে বলে গাজীরে যখন মারবা তখন আগে এই রাজাকার কিংবা দূর্নীতিবাজদের মেরে আসলে কি দেশের ইজ্জত বাড়বে না? ২য় ব্যক্তি: কি যে বলেন চাচা? তাদের মারলে কি আর আস্ত থাকব। তাদের পাওয়ার আছে না? ১ম ব্যক্তি: সবাই শুধু পাওয়ার দেখাইতেই চাও.......(অনেক বড় একটি দীর্ঘনি:শ্বাসের ইমো হবে) ফেসবুকে একটা পেজ দেখে এই কথোপকথনটা লিখতে ইচ্ছা করলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।