আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ফালতু পোস্টঃ প্রভা !

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

যদি গানটা আগে শুনে থাকেন তবে পোস্টকারী দায়ী থাকবেন না!! গানের লিরিক- আপনার সুবিধার জন্য লিরিক টা দিলাম- == (সুরে সুরে)প্রভা তুমি জে ক্ষতি করলা, রাজিবের তুমি যে ক্ষতি করলা- আহ রাজিবের, আল্লায় করবে তোমার বিচার, আরে আল্লায় করবে তোমার বিচার ও প্রভা আল্লায় করবে তোমার বিচার! তুমি অনেক দিন কান্দাইলা রাজিব্রে, আরে অনেক দিন কান্দাইলা রাজিব্রে, কান্দাইও না বেশি আর- অপূর্ব করবে তোমার বিচার, ও অপূর্ব করবে তোমার বিচার। আমি হইলাম আমার প্রভার তুমি হইলাম অপূর্বর আরে আমি হইলাম আমার প্রভার তুমি হইলা অপূর্বর তোমার জন্য এত কৈল্লাম কি দাম দিলা তুমি তার? ও প্রভা আল্লায় করবে তোমার বিচার ! তুমি প্রভা তুমি যে ক্ষতি করলা, রাজিবের তুমি যে ক্ষতি করলা রাজিবের, অপূর্ব করবে তোমার বিচার ও প্রভা অপূর্ব করবে তোমার বিচার !! কথায় কথায়- বলিতে বলিতে শেষ হবে না প্রভার গলপ, এতখন শুনলেন প্রভা সম্পর্কে শুনবো রাজীব আর অপূর্ব সম্পর্কে- রাজীব ভাই আপনি এটা করলেন কিতা? খামডা ভালা পাইনা- অপূর্বর জীবন নষ্ট কইরা নিজে শান্তি পাইবান না ভাই! ও রাজীব ভাই আপনি এটা করলেন কিতা? খামডা ভালা পাইনা অপূর্বর জীবন নষ্ট কইরা নিজে শান্তি পাইবান না ভাই!! কথায় কথায়- আমাদের অপুর্বের ও কিছু দোষ আছে। (কি দোষ)? - সে দেখে শুনে কেন বিয়ে করলেন না। সে এই সুন্দর চেহারা দেইক্ষা তারাতারি বিয়া কইরা ফালাইল। তার উদ্দেশে বলতে হয়- অপূর্ব তুমি করেছ ভুল ! দেইক্ষা শুনা করলা না কেন বিয়া? চেহারার মইধ্যে সুন্দর দেখে পালায়া চইলা গেলা সমাজরে জানইলানা পরিবাররে জানাইলানা- কইরা ফেলায়চো বিয়া!! কথায় কথায়- চেহারা দিয়া কি সব কিছুই কি হয় ? -হয় না -বুঝে শুনে যা হওয সেটাই রাইট হয় সেটাই ভালো হয়, কিন্তু আমাগো অপূর্ব দেখে শুনে নিজের ভুল নিজেই করলো। এ জন্য বলতে হয়- (সুরে সুরে) অপূর্ব ভাই, কোনো উপায় নাই! - নাই -কইরা ফেলায়সেন বিয়া, -আহা !! -তারে নিয়া থাকার চিন্তা করেন এখন গিয়া ও পূর্ব ভাই কোনো টেনশন কইরেন না, থাকেন প্রভারে লয়া সুখে - আমাদের সবার দো্য়া থাকবে আপনাদের আপনাদের দুই জনের মাঝে.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।