আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু লোকের ফালতু কথা

প্রবাস জীবনে বাংলাদেশ ভাবনা

গতকাল বিবিসি বাংলা সংবাদ প্রভাতিতে ব্যাঃ মঈনূল এর হাসিনা ও খালেদা এর গ্রেফতার প্রসংঙ্গে বলে এটা সংস্কারের একটা অংশ। সাংবাদিক আতাউস সামাদ তখন তার বিরোধিতা করে বলেন, এটা ফালতু কথা। আমার মনে হয়, উপদেষ্টা হওয়ার পরথেকে ব্যাঃ মঈনুল যেসব কথা বলছে তার ৯০% ই ফালতু কথা। এখন জরুরী অবস্হায় জনগন কথা বলতে পারছে না তাই সাধারন জনগণ এই ফালতু মানুষটাকে ফালতু বলতে পারছে না। সেই মানুষটা আবার ব্যারেষ্টার, হা হা হা হা হাস্যকর।

আনিসুল হক তার একটা কথার প্রসঙ্গে বলেছেন, কোন এক এম এ পাস লোককে একদিন জিঙ্গাসা করা হলো আপনি নাকি এম এ পাস, লোকটি উত্তর দিলেন, কেন আমার কথা শুনে মনে হয় না আমি এমএ পাস। ব্যাঃ মঈনুল এর কথা শুনে ক'জনের যে মনে হচ্ছে সে ব্যারেষ্টার সেটা চিন্তার বিষয়। আপনি ও নিশ্চই চিন্তা করছেন? সেই সাথে আমার চিন্তা হচ্ছে প্রধান উপদেষ্টা এতো জ্ঞানী মানুষ (তার বিগত কথা ও পেশাগত দক্ষতার বিচারে), সেকিভাবে নিচ্ছে এই ফালতু লোকের ফালতু কথাগুলো। সাধারণ জনগণ কি জানতে পারবে তা? হায়রে বাংলার জনগণ!!!!! পুলিশের আইজি বলেছেন, রাজনৈতিক সরকারের সময়ও পুলিশ এখনের মতো নিরপেক্ষ হয়ে কাজ করবে। এখন পুলিশ কতোটা নিরপেক্ষ ভাবনার বিষয়।

আমার ধারনা পুলিশ এখনও সরকারের হয়েই কাজ করছে যেরকম আগে করেছে, সুতরাং বাস্তবিকভাবে কোন সরকার যদি সততা প্রকাশ করে প্রসাশন পরিচালনা করে পুলিশ ও ভালো কাজ করবে। স্বপ্ন দেখি, সুখি সম্মৃদ্ধ উন্নত বাংলাদেশের। কোন ফালতু লোকের ফালতু কথা শুনতে মণ চায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।