আমাদের কথা খুঁজে নিন

   

কফিপান থেকে সাশ্রয় ৪৮ হাজার ডলার!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

টরন্টোর নতুন মেয়র রব ফোর্ড ১লা ডিসেম্বর থেকে অফিস করছেন। মিউনিসিপ্যালটি সরকার গঠন করেছেন। তার সরকারে কাউন্সিলর ছোট ভাইকে কোন পদ দেননি। রেখেছেন নিজের উপদেষ্টা হিসেবে। অফিসে যোগ দিয়ে সরকারী পয়সায় কফিপান বন্ধ করে দিয়েছেন।

তাতে বৎসরে সরকারের সাশ্রয় হবে ৪৮ হাজার ডলার। নতুন করে কোন করারোপ না করার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনে তার শ্লোগান ছিলো, "Respect Tax Payers." হকি এখানে জনপ্রিয় খেলা। একজন বয়স্ক হকি ধারাভাষ্যকার বলেছেন, " সে হবে আমাদের দেখা সময়ে একজন গ্রেট মেয়র। " রাজনীতি হলো জনগনের কল্যাণে এটা এখানে বুঝা যায়।

আর আমাদের দেশে রাজনীতি হলো নিজ এবং পরিবারের কল্যাণে। শরীর ভালো না। তাই আজ আর নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.