আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজারে দর পতনের কারণ কি??



শেয়ার বাজারে দর পতনের কারণ কি?? আমি গত এক বছর থেকে শেয়ার বাজারে। প্রথম প্রথম লস দিতাম। একটা ব্যাপার লক্ষ করলাম,এখানে প্রাইস সেনসিটিভ নিউজ খুবই জরুরী। কম্পানির আর্থিক অবস্থা, মৌলভিত্তি কিছুই না। আমার এক কলিগ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গেছে।

যাবার আগে আমাকে যা বলে গেছে---- ****এস ই সি/ডি.এস.ই/অর্থ মন্ত্রণালয়/বড় বড় ইনভেস্টর (গ্যাম্বলার) দের মাঝে মামা/খালা থাকলে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়া সম্ভব। ****এস ই সি/ডি.এস.ই/অর্থ মন্ত্রণালয়ের নিউজ কিভাবে আগে আগে ছড়ায়ে যায়??? উদাহরণ দেই---সায়হাম টেক্সটাইলের নিউজ বাজারে বহু আগে থেকে। লাস্ট দিনে দুপুর পর্যন্ত হল্ট ছিল। হঠাৎ দেখি অনেক সেলার। পাচ মিনিট পরে এস ই সি তা সাসপেন্ড করল।

কি বুঝলেন??? ****মতিঝিলের চায়ের দোকান গুলোতে রিউমার বাতাসে উড়ে। এর মধ্যে কয়েকদিন আগে কয়েকজন হোমরা চোমরাকে ফোনে আলাপ করতে শুনলাম মার্কেট ফল হবে , তারা যেন টাকা ফ্রি করে রাখে। আমি যেহেতু নতুন এগুলো বুঝতে পারি নাই। ****হঠাৎ কিছুদিন আগে এক কোটি টাকার ব্যারিয়ার উঠে দেয়া হয় কার স্বার্থ !!! ****দীর্ঘসূত্রিতা সত্বেও সরকারী শেয়ার ছাড়ার সিদ্ধান্ত জানানো হল কেন??? ****দশ টাকার ফালতু সিস্টেম শেয়ারের মুল্য বাড়াতে সাহায্য করেছে কিনা?? নিউজ পাচারের মাধ্যমে কারা উপকৃত হচ্ছে??? ****মতিঝিলে পাওয়া যায় এমন কিছু বই পড়েছি। বাংলাদেশের শেয়ার মার্কেটের প্রক্ষাপটে লিখা।

শেয়ারে বিনিয়োগ করার আগে কিছু জানা জরুরি। যেমনটা আমি করেছি। সেখানে পরামর্শ দেয়া আছে কোন কম্পানির মালিক কে বা সরকারী দলের না বিরোধীদলের। পর্য়ালোচনা/অতীত থেকে দেখলাম কথাটা সত্য। আমি যেদিন শুনলাম লোটাস কামাল সভাপতি হয়েছে সেদিন ই কিছু সি.এম.সি কামাল কিনেছিলাম , এবার বুঝেন??? *****কম্পানির মালিক /এস ই সি/ডি.এস.ই/অর্থ মন্ত্রণালয়/বড় বড় ইনভেস্টর (গ্যাম্বলার) দের নাকি গোপন মিটিং হয় পত্রিকা মারফত জানলাম।

কে কত বোনাস/রাইট দিবে আর এতে কার কত বিনিফিট হবে তা নির্ধারণ নাকি হয়। এরকম ১০-১৫ টি চক্র নাকি আছে। *****বড় বড় ইনভস্টর/মার্চেন্ড ব্যাংকে কেউ মনে হয় শেয়ার কিনতে নিষেধ করেছিল। তারা শেযার কম দামে কিনেছে যখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় বিক্ষোপ করছিল। *****ব্যাংকগুলো শেয়ারে ইনভেস্ট করে অনুমতির বেশি টাকার তা এক ওপেন সিক্রেট।

বাংলাদেশ ব্যাংকের অডিট টিম গুলো তখন কি করেছিল যখন ব্যাংকগুলো ইনভেস্ট করেছিল ??? ****ভল্টের টাকা যারা শেয়ারে ইনভেস্ট করেছিল তাদের কি ব্যাবস্থা নেয়া হবে??? *****বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থান, এস ই সি ইর ঘনঘন ডিসিশন পরিবর্তন, বড় বড় ইনভেস্টরদের শেয়ার না কেনা, গুজব আপনাদের সমালোচনা, উপদেশ, পরামর্শ (বিশেষ করে যারা ৯৬ দেখেছেন তাদের ) সাদরে কাম্য। আমার উপরের উপলব্ধি কেবল নতুন বিনিয়োগ কারী হিসেবে যতটুকু বুঝি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.