আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাসপিরিনে কমে ক্যান্সারের ঝুঁকি

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...

ক্যান্সার নিরাময়ের কার্যকর কোনো ওষুধ এখনও বের করা যায়নি। তবে গবেষকরা ক্যান্সার হওয়া ঠেকানোর ব্যাপারে বিভিন্ন উপায়ের কথা বলে যাচ্ছেন। বলা হয়ে থাকে, প্রচুর শাকসবজি খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে আসে। তাই খাবার টেবিলে শাকসবজি রাখার কথা বলেন তারা। তবে সাম্প্রতিক গবেষণায় সাধারণত মাথা ধরার ওষুধ অ্যাসপিরিনের একটা গুণের কথা জানিয়েছেন তারা।

সেটা হলো, নিয়মিত সামান্য পরিমাণের (৭৫ এমজি) অ্যাসপিরিন সেবন খুব কার্যকরভাবেই ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে পারে। খবর বিবিসি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যান্সার সেন্টারের গবেষকরা বলেছেন, অ্যাসপিরিন ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অন্তত ৫ গুণ কমাতে পারে। তাদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে দ্য লানসেট নামে স্বাস্থ্য সাময়িকীতে। বিশেষ করে ব্রিটেনের প্রায় ২৫ হাজার ক্যান্সার রোগীর ওপর জরিপ চালিয়ে এই তথ্যভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তাদের রোগের ধরন, ইতিহাস, সময়কাল, অন্যান্য ওষুধ সেবনের রেকর্ড ইত্যাদি বিষয় পর্যালোচনা করেই এই ব্যাপারটা দেখতে পেয়েছেন তারা।

এর আগের গবেষণায় অ্যাসপিরিনের যে গুণগুলোর কথা জানানো হয়েছিল, সেগুলো হলো হার্টঅ্যাটাক ও পক্ষাঘাত প্রতিরোধের কাজও করে থাকে এই ওষুধ। তবে অ্যাসপিরিন নিয়ে নতুন এই আবিষ্কার নিশ্চয় মানবজাতির জন্য চমত্কার একটি খবর। কারণ প্রতিবছর সারা বিশ্বে ক্যান্সারে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে থাকে। গবেষক দলের নেতা প্রফেসর পিটার রথওয়েল বলেছেন, আগের চেয়ে এখন ক্যান্সারে মৃত্যুর হার কমে গেছে। গত ২০ বছরে এর মোট হার কমেছে প্রায় ২০ শতাংশ; এর মধ্যে ৪০ শতাংশ অন্ত্রের ক্যান্সার, ৩০ শতাংশ লাংস ক্যান্সার, ১০ শতাংশ প্রোস্টেট ক্যান্সার এবং ৬০ শতাংশ হাড়ের ক্যান্সার।

বিশেষ কোনো চিকিত্সায় অ্যাসপিরিন সেবন করেছেন, এমন লোকের বেলায় দেখা গেছে তাদের ক্যান্সার হওয়ার ক্ষেত্রে চার থেকে আট বছর সময় বেশি লেগেছে। অর্থাত্ অ্যাসপিরিন ওই সময়টুকু পর্যন্ত তাদের ক্যান্সার হওয়া ঠেকিয়ে রেখেছে। আর যারা নিয়মিত দীর্ঘসময় ধরে অ্যাসপিরিন সেবন করেছেন, তাদের বেলায় ঠেকিয়ে রেখেছে কমপক্ষে ২০ বছর। গবেষকরা বলেছেন, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে অ্যাসপিরিন ক্যান্সারের ঝুঁকি ঠেকানোর ব্যাপারে সমান কাজ করে থাকে। তবে প্রফেসর রথওয়েল এটা বলছেন না যে, স্বাস্থ্যবান মধ্যবয়সীরা এখনই অ্যাসপিরিন সেবন শুরু করুন।

তাতে কতটা ফল হবে, সে সম্পর্কে সঠিক জানা যায়নি এখনও। তবে যারা আগে থেকে নিয়মিত সামান্য পরিমাণে অ্যাসপিরিন সেবন করে থাকেন, তাদের জন্য এটা ক্যান্সার থেকে পরিত্রাতার কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র-http://www.amardeshonline.com/pages/details/2010/12/08/57115

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.