আমাদের কথা খুঁজে নিন

   

“উইকি মিটআপ রাজশাহী” এর আপডেট এবং আরও ২টি উইকি মিটআপ এর খবর

"লেখা কম, পড়া বেশি" ব্লগার
উইকি মিটআপ হল এমন একটি আয়োজন যেখানে উইকিপিডিয়ানরা একত্র হয়ে উইকিপিডিয়া নিয়ে নিজেদের ভেতরে আলোচনা করেন। এই আয়োজনে উইকিপিডিয়ানদের পাশাপাশি নতুনরাও যোগ দিতে পারেন এবং উইকিপিডিয়া বিষয়ে জানতে পারেন। আগামী ১১ ডিসেম্বর, শনিবার তিনটি জায়গায় উইকিমিটআপ এর আয়োজন হতে যাচ্ছে। এগুলো হল উইকি মিটআপ ঢাকা, উইকি মিটআপ রাজশাহী এবং উইকি মিটআপ কলকাতা। রাজশাহী এবং কলকাতায় প্রথমবারের মত উইকি মিটআপ এর আয়োজন হবে।

রাজশাহী উইকি মিটআপ অনুষ্ঠিত হবে “রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে”। রাজশাহীতে এই আয়োজনের বিস্তারিত হল- রাজশাহী মিটআপ * স্থান: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সাধারন কক্ষ(CCR), এটি শারীরিক শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত একটি কক্ষ যার অবস্থান শহীদ আব্দুল হামিদ হলের বিপরীত দিকে। * সময়: বিকেল ৪ টায় * তারিখ: ১১ই ডিসেম্বর, ২০১০ * উইকিপেডিয়া: Click This Link * ফেইসবুক: Click This Link * যোগাযোগ: sad_1971 AT ymail.com *মোবাইল: ০১৮১৪৪৯২২৭১ বুঝতেই পারছেন এটা খুব অল্প সময়, মাত্র একঘন্টার একটা আয়োজন। সুতরাং যারা এখানে যোগ দিতে আগ্রহী, তারা দয়া করে একদম কাঁটায় কাঁটায় বিকেল চারটার ভেতরে অনুষ্ঠান স্থলে পৌঁছে যাবেন। যে কোন সমস্যায় প্রদত্ত মোবাইল নাম্বারে ফোন করে সাহায্য নেবেন।

আগ্রহীরা দয়া করে নিচের যেকোন একটি পাতায় নিজের নাম অন্তর্ভূক্ত করবেন। Wikipedia Page: Click This Link অথবা Facebook Page: Click This Link বাকি দুটি মিটআপ এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ঢাকা মিটআপ * স্থান: কম্পিউটার জগৎ এডিটোরিয়াল অফিস * সময়: বিকেল ৫ টায় * তারিখ: ১১ই ডিসেম্বর, ২০১০ * উইকিপেডিয়া: Click This Link * ফেইসবুক: Click This Link * যোগাযোগ: bellayet AT gmail.com কলকাতা মিটআপ * স্থান: কম্পিউটার সোসাইটি অব ইন্ডিয়া (কলকাতা চ্যাপ্টার) * সময়: দুপুর ২.৩০ টায় (ভারতীয় সময়) * তারিখ: ১১ই ডিসেম্বর, ২০১০ * উইকিপেডিয়া: Click This Link * ফেইসবুক: Click This Link * যোগাযোগ: Jayanta +919836294438 উইকিমিট আপ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের লিংকগুলো চেক করুন। 1. Meetup/Rajshahi/Rajshahi1 2. Click This Link 3. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup 4. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dhaka 5. উইকিপিডিয়া কমিউনিটি মিটআপ: আয়োজন করুন আপনার শহরে ধন্যবাদ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।