আমাদের কথা খুঁজে নিন

   

নিখিলেষ প্যারিসে, মইদুল ঢাকাতে.............


কফি হাউস গানটা প্রথম কখন শুনেছিলাম মনে নেই। তবে একটা সময় যখন বিশ্ববিদ্যালয়ের প্রাণের বন্ধুদের ছেড়ে দেবার সময় হলো, হঠাত করেই গানটার প্রেমে পরে গেলাম। দিন রাত গানটা শুনতাম আর ভাবতাম মানুষ তার ফেলে আসা জীবনকে কতোটা ফিল করলে এরকম একটা গান লিখতে পারে, আর কেউ এরকম দরদ দিয়ে গানটা গাইতে পারে। যাই হোক চাকরী শুরুর বছর চারেক পর্যন্ত বন্ধুবান্ধবদের কাছ থেকে মোটামুটি বিচ্ছিন্ন থাকতে হয়েছে। অফিস থেকে বের হতাম রাত ১০ টার সময় বন।

দুতো দুরের কথা মাঝে মাঝে নিজের বাসায় ঢকতে হতো দেয়াল টপকে কারন বাড়িওয়ালঅ গেট দিয়ে দিতো ১১ টার সময়। এসময় কফিহাউসটা দেখার জন্য মরিয়া হয়ে উঠলাম। ফাকে অন্যান্য দুয়েকটা জায়গাও দেখা হয়ে যাবে। আমার এক বন্ধু আশ্রাফসহ তাই চলে গেলাম কোলকাতা। রাতে সুদ্দের ষ্ট্রীট এর একটি হোটেলে থেকে পরদিন সকালবেলা বের হলাম কলেজ ষ্ট্রীট এর খোজে।

একটা ক্যাব নিয়ে চলে গেলাম সেখানে। খুজে বের করলাম কফি হাউজ। পুরোনো ধাচের ভবন, সামনে ছোট করে লেখা 'কফি হাউস'। আমারা ভিতরে ঢুকলাম। শরীরটা কিরকম শিরশির করে উঠলো।

এখানেই বসেই আড্ডা জমাতো গানের নিখিলেষ, মাইদুল,সুলতা, রমা রায়রা। আশ্রাফ কিছুটা আবেগপ্রবন হয়ে গেলো। কফি হাউসটির একটা দেয়ালে হাত দিয়ে দাড়িয়ে রইলো কতক্ষন। তারপর টেবিলে বসে কাটলেট, চপের অর্ডর দিলাম। প্রায় ঘন্টা দুয়েক কফি হাউসে বসে ফিরে এলাম হোটেলে।

কানে বাজতে লাগলো- নিখিলেষ প্যারিসে, মইদুল ঢাকাতে............. নোটট : লেখাটি একই সাথে http://www.muktoblog.com এও দেয়া হয়েছে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।